E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে ঘুমন্ত গর্ভবতী স্ত্রীর ওপর পেট্রোল ঢেলে আগুন

২০১৬ জুন ১২ ২০:০৫:৫৮
নাগরপুরে ঘুমন্ত গর্ভবতী স্ত্রীর ওপর পেট্রোল ঢেলে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলের নাগরপুরে বিয়ে পাগল এক পাষন্ড স্বামী তার গর্ভবতী ঘুমন্ত স্ত্রী সোমা আক্তার (২৪) কে আগুনে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করেছে। গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে তার সারা শরীর ঝলসে যায়। সজ্ঞাহীন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদিকে পাষন্ড স্বামীকে এলাকাবাসী ধরে গনধোলাই দিয়েছে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। রবিবার ভোরে খাষ পাইকাল গ্রামে পৈচাশিক এ ঘটনাটি ঘটে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, দপ্তিয়র ইউনিয়নে খাষ পাইকাল গ্রামের মো. চান মিয়ার কন্যা সোমা আক্তারের সাথে একই গ্রামের পরশ আলীর ছেলে বিয়ে পাগল রুহুল আমিন (৩০) এর তিন বছর আগে বিয়ে হয়। রুহুল আমিন এর আগেও পাঁচটি বিয়ে করে ছিল। গৃহবধূ সোমা এক মাসের অন্তস্বত্তা ছিল বলে জানা গেছে।

রবিবার গৃহবধূ সোমা তার ঘরে ঘুমাচ্ছিল। ভোর ৫টার দিকে স্বামী তার ঘুমন্ত স্ত্রীর ওপর প্রথমে পেট্রোল ঢালে পরে দেয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে তার ওপর নিক্ষেপ করে। মুহুর্তের মধ্যে তার সারা শরীরে দাউ দাউ করে জ্বলে ওঠে। অগ্নিদগ্ধ স্ত্রী স্বামীকে জাপটে ধরে বাচার আকুতি জানায়। এসময় তার স্বামী রুহুল আমিনের আংশিক শরীর দগ্ধ হয়। সোমার আর্তচিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে এবং পাষন্ড স্বামীকে উত্তেজিত জনতা গণধোলাই দেয়।

স্থানীয় চৌকিদার (গ্রাম পুলিশ) মো. ইব্রাহীম মিয়া জনান, রুহুল আমীন এর আগেও পাঁচটি বিয়ে করেছিল। এনিয়ে তাদের পরিবারে প্রতিদিন ঝগড়া বিবাদ লেগেই থাকত। প্রত্যক্ষদর্শী মো. ফজলুল হক জানান, রুহুল আমীনের স্ত্রীর চিৎকার শুনে ওই বাড়ীতে গিয়ে দেখা যায় সোমার পা থেকে মুখ পর্যন্ত সারা শরীর পুড়ে অঙ্গার হয়ে গেছে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ সোমা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে তার পিতা চান মিয়া টেলিফোনে জানান।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলামের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। স্বামী রুহুল আমিনকে পুলিশি নজর দারিতে রাখা হয়েছে।

(এমএনইউ/এস/জুন ১২,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test