E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে কল্পনা  চাকমা অপহরণের ২০তম দিবস পালন

২০১৬ জুন ১৩ ১১:৫৯:০৩
বান্দরবানে কল্পনা  চাকমা অপহরণের ২০তম দিবস পালন

বান্দরবান প্রতিনিধি :পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে জনসংহতি সমিতির জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কল্পনা চাকমা অপহরণ ২০তম দিবস উদযাপন কমিটির আহব্বায়ক ডঃ হ্লাচিং মে চাক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটি সাধারণ সম্পাদক ক্যাবামং মার্মা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি বান্দরবান জেলা সভাপতি ও বান্দরবান সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ ওয়াইচিং প্রু মার্মা , জনসংহতি সমিতি বান্দরবান সদর থানা সভাপতি উচসিং মার্মা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি বান্দরবান জেলা কমিটি সাধারণ সম্পাদক মংএচিং মার্মা (জিকো), পাহাড়ী ছাত্র পরিষদ নেতা অজিত তঞ্চঙ্গ্যা, হিল উইমেন্স ফেডারেশন বান্দরবান জেলা সহ-সভাপতি আনন্তি তঞ্চঙ্গ্যা। সভায় স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি বান্দরবান জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রেম এং ময় বম।

বক্তরা বলেন, নারী নেত্রী হিসেবে কল্পনা চাকমা যখন অধিকার আদোয়ে পাহাড়ে গর্জে উঠেছিল ঠিক সেই সময় তাকে অপহরণ করেছিল একটি মহল। ১৯৯৬ সালে এই দিনে তাকে অপহরণ করা হয়। পার্বত্য চট্টগ্রামের জুম্ম নারীর উপর হামলা, ধর্ষণ আর খুনের মতো ঘঁনার বিরুদ্ধে সোচ্ছার হওয়া, জুম্ম জনগণের আতœনিয়ন্ত্রণাধিকার গড়ে তোলা, নারী ও পুরুষদের বৈষম্য দুর করা, শোষণ, নিপীড়ন ও বঞ্চনা নিমূল করা এবং ঘুমন্ত পাহাড়ী নারীদের জাগিয়ে তোলার জন্য কল্পনা চাকমা ছিল অগ্নিমুর্তি। কল্পনা চাকমাকে অপহরনের মাধ্যমে পাহাড়ীদের আন্দোলন দমাতে চেয়েছিল একটি গোষ্ঠি। লেঃ ফেরদৌস ও তার সহযোগী ভিডিপি প্লাটুন কমান্ডার নুরুল হক ও সালেহ আহম্মদ নামধারী নরপিপাসু ১৯৯৬ সালের ১২ জুন কল্পনা চাকমাকে নিজ বাড়ী হতে অপহরণ করে নিয়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত কল্পনাকে খুজে পাওয়া যায়নি। বক্তারা, কল্পনা চাকমার অপহরণকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির এবং দ্রুত সময়ের মধ্যে পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জোর দাবি জানান।






(এএফবি/এস/জুন ১৩,২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test