E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায়  কুকুরের মর্মম্পর্শি কান্না !

২০১৬ জুন ১৩ ১৫:৩৩:১১
আগৈলঝাড়ায়  কুকুরের মর্মম্পর্শি কান্না !

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):১০ দিন যাবত চার দেয়ালে বন্দি গৃহ পালিত একটি কুকুরের মর্মম্পর্শি কান্নায় কুকুরের মালিকসহ এলাকার মানুষকে বিচলিত করলেও পৌছায়নি সংশ্লিষ্ঠদের কানে। দীর্ঘ দিন যাবত কুকুরটি কোন খাবার ও পানি না পেয়ে প্রতিক্ষণে মৃত্যুর দুয়ারে এগিয়ে যাচ্ছে। হৃদয় বিদারক ও মর্মস্পর্শি ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়ার ফুল্লশ্রী গ্রামে।

ওই গ্রামের ব্যবসায়ী ইন্দ্রজিৎ হালদার জানান, তার পোষা কুকুরটি গত ১০দিন পূর্বে বাড়ির পাশের গ্রামীণ ফোনের টাওয়ারের শ্রমিকরা তেল সরবরাহ করার সময় তাদের সাথে টাওয়ারে ১০ ফুট প্রাচীর ঘেরা নির্দ্দিষ্ট এলাকার মধ্যে ঢুকে পড়ে। ওই শ্রমিকেরা টাওয়ারের জেনারেটরে তেল সরবরাহ করে গেটে তালা লাগিয়ে চলে গেলে প্রাচীর ঘেরা টাওয়ার এলাকায় আটকা পড়ে কুকুরটি। ওই টাওয়ারে কোন গার্ড না থাকায় এবং আইনী জটিলতার কারণে কোন লোক দেয়াল টপকে ভিতরেও প্রবেশ করছে না।

এমন অবস্থায় গত ১০ দিন প্রাচীরের মধ্যে আটক রয়েছে কুকুরটি। খাবার ও পানি না পেয়ে বাচার আকুতিতে দিনে ও রাতে সমানতালে কুকুরের মর্মস্পর্শি কান্নায় টাওয়ারের পাশ্ববর্তি বাড়ির লোকজনসহ এলাকাবাসী ও রাস্তায় চলাচলকারিদের বিচলিত করে তুলেছে। বিষয়টি টাওয়ারেরর লোকজনকে জানালেও তারা পুনরায় কবে নাগাদ টাওয়ারে তেল দিতে আসবে তার কোন দিনক্ষণ বলতে পারছেন না। কুকুরের গগন বিদারী কান্নায় গেটের ফাঁক দিয়ে স্থানীয়রা রুটি, বিস্কুট ভিতরে ঠেলে দিলেও পানির অভাবে মৃত্যুর প্রহর গুনছে কুকুরটি।


(টিবি/এস/জুন ১৩,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test