E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশাল মেডিকেলে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম স্থগিত

২০১৬ জুন ১৪ ১৫:১২:৫২
বরিশাল মেডিকেলে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম স্থগিত

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):স্বেচ্ছাসেবী সংগঠন যুব রেড ক্রিসেন্টের কমিটি গঠণকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কলেজ ও হাসপাতাল প্রশাসন সংগঠন তিনটির কার্যালয়ে তালা ঝুঁলিয়ে দিয়েছেন। সংগঠনগুলো হলো, যুব রেড ক্রিসেন্ট, সন্ধানী এবং মেডিসিন ক্লাব।

সূত্রমতে, যুব রেড ক্রিসেন্টের পাল্টাপাল্টি কমিটি গঠণকে কেন্দ্র করে রবিবার রাতে কলেজ শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংষর্ষের পর কলেজ প্রশাসন সোমবার দুপুরে একটি ও রাতে আরও দুটি কার্যালয়ে তালা ঝুঁলিয়ে দিয়েছেন। কলেজ অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা বলেন, রবিবার রাতে দুই দল ছাত্রের মধ্যে অপ্রীতিকর ঘটনা নিয়ে কলেজ একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। এছাড়া পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি তিন সংগঠনের গঠণতন্ত্র যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। অধ্যক্ষ আরও বলেন, তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমের সাথে হাসপাতালের রোগীদের স্বার্থ জড়িত রয়েছে। তাই যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করে সংগঠনগুলোর কার্যক্রম পুনরায় চালু করা হবে।

উল্লখ্য, রবিবার দুপুরে রাজু আহম্মেদকে সভাপতি ও তানভীর রহমানকে সাধারণ সম্পাদক করে কলেজ অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক এবং রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ৩৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে একইদিন সাইদুল ইসলাম তুহিনকে সভাপতি ও কবির হোসেনকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা করেন কলেজ শাখা রেড ক্রিসেন্টের সদ্য বিদায়ী সভাপতি সাজিদুল করিম ও সাধারণ সম্পাদক এফএম ইয়াহিয়া। পাল্টাপাল্টি কমিটি গঠণকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের চারজন আহত হয়।

(টিবি/জুন ১৪,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test