E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে যুবলীগ নেতার কারামুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

২০১৬ জুন ১৫ ২০:৪০:৫২
বাগেরহাটে যুবলীগ নেতার কারামুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের শরণখোলা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যা মামলা প্রত্যার ও অবিলম্বে কারামুক্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

উপজেলার ইট, বালু, রড, সিমেন্ট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গতকাল বুধবার দুপুরে শরণখোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান।

সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান মুন্সী লিখিত বক্তব্যে বলেন, আজমল হোসেন মুক্তা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই সাথে তিনি রায়েন্দা বাজার ইট, বালু, রড, সিমেন্ট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। তিনি আজ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। রাজনৈতিক প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে তাকে ২০০৯ সালের সোহেল হত্যা মামলায় জাড়িয়ে ফায়দা হাসিলের অপচেষ্টা করছে। ওই মামলার এজাহারে আজমল হোসেন মুক্তার নাম ছিলান। পুলিশের দুটি তদন্ত প্রতিবেদনেও ওই হত্যান্ডে তার কোনো প্রকার প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার উল্লেখ নেই। অথচ ঘটনার প্রায় ৭বছর পর এসে সিআইড’র প্রতিবেদনে আজমল হোসেন মুক্তাকে পরিকল্পিতভাবে জড়ানো হয়েছে। যা, রাজনৈতিক ষড়যন্ত্রের বহিপ্রকাশ। ব্যবসায়ী নেতারা যুবলীগ নেতার কারামুক্তি, মামলা প্রত্যাহার এবং মামলার পূণঃতদন্তের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বান্দাঘাটা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আ. রহিম পল্টু, কোষাধ্যক্ষ বারেক আকন, এরশাদ তালুকদার, রতন হাওলাদার, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াকুব হাওলাদার প্রমূখ উপস্থি ছিলেন।


(এসএকে/এস/জুন ১৫,২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test