E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পোড়া রোগিরা সুস্থ হচ্ছেন আগৈলঝাড়া হাসপাতালে

২০১৬ জুন ১৬ ১৪:৫৯:৩৭
পোড়া রোগিরা সুস্থ হচ্ছেন আগৈলঝাড়া হাসপাতালে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পোড়া রোগীদের চিকিৎসা দিতে নামকরা মেডিকেল কলেজেই নিতে হবে এমন ধারণা পাল্টে দিয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ও বার্ণ স্পেশালিষ্ট ডা. মাহাবুব আলম মির্জা।

কোন মেডিকেল কলেজে না পাঠিয়ে নিজ তত্বাবধানে একে একে তিনি ছয়টি পোড়া রোগির চিকিৎসা করে সারিয়ে তোলার পাশাপাশি সুনাম অর্জন করেছেন উপজেলার সর্বত্র।

রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার জলিরপাড় গ্রামের অমল বিশ্বাসের পাঁচ বছরের ছেলে অংকন বিশ্বাস গরম ডালে পরে তার শরীরের ৩০ভাগ অংশ পুড়ে যায়। অংকনের স্বজনেরা তাকে নিয়ে উপজেলা হাসপাতালে এলে আবাসিক চিকিৎসক ও বার্ণ স্পেশালিষ্ট ডা. মাহাবুব আলম মির্জা।

ওই রোগীকে বরিশাল মের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে না পাঠিয়ে নিজে দায়িত্ব নিয়ে শিশুটির চিকিৎসা শুরু করেন। উপজেলার গৈলা গ্রামের রেজাউল খানের ছয় মাসের মেয়ে তোয়া আক্তার গরম পানিতে পরে শরীরের বেশীরভাগ অংশ পুড়ে যায়। তাকেও চিকিৎসা দিয়ে সুস্থ করেন ডা. মীর্জা। এবাবে সম্প্রতি সময়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে পোড়া ৬টি শিশুর চিকিৎসা দিয়ে তাদের সুস্থ করে তুলেছেন ডা. মির্জা।

চিকিৎসা সম্পর্কে বার্ন স্পেশালিষ্ট ডা. মাহাবুব আলম মির্জা জানান, বেশিরভাগ মানুষই জানেন না পুড়ে গেলে সঙ্গে সঙ্গে কি করতে হবে। তাই বিভিন্ন ভ্রান্ত ধারনাবশত এটা ওটা করে পোড়ার ক্ষত আরো বাড়িয়ে ফেলেন তারা। পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পোড়া স্থানটি কয়েক মিনিট ধরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পুড়ে যাওয়া রোগীকে সম্ভব হলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরই চিকিৎসকের কাছে আনতে হবে। এসব পোড়া রোগিকে ঢাকা, বরিশাল না পাঠিয়ে উপজেলা পর্যায়ের হাসপাতালেই চিকিৎসা দেয়া সম্ভব বলে জানিয়েছেন বার্ণ স্পেশালিষ্ট ডা. মাহাবুব আলম মির্জা।

(টিবি/এএস/জুন ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test