E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংসদ মোস্তাফিজ আত্মসমর্পণ করে জামিন নিলেন

২০১৬ জুন ১৬ ১৫:২২:৪২
সাংসদ মোস্তাফিজ আত্মসমর্পণ করে জামিন নিলেন

চট্টগ্রাম প্রতিনিধি :উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগে করা মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেন তা মঞ্জুর করেন।

পরে এই সাংসদের আইনজীবী আবুল হাশেম বলেন, উচ্চ আদালতের নির্দেশ অনুসারে এখানে আত্মসমর্পণ করেন সাংসদ। তার পক্ষে করা জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এই মামলার অন্য দুই আসামি উপজেলার ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী তাজুল ইসলাম ও স্থানীয় ওলামা লীগ নেতা মাওলানা আখতারও জামিন পেয়েছেন বলে জানান হাশেম। সাংসদ মোস্তাফিজ ১২ জুন হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে ২০ জুনের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসর্মপণের নির্দেশ দেন। বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম গত ৩ জুন বাঁশখালী থানায় সাংসদ মোস্তাফিজের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন। তার অভিযোগ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে 'ফর্দ অনুযায়ী' ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় ১ জুন ওই সাংসদ ও তার লোকজন ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে তাকে মারধর করেন।

গত এপ্রিলে বিদ্যুৎকেন্দ্র নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনার পর আলোচনায় আসা এমপি মোস্তাফিজ মারধরের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ছাত্রলীগের ছেলেরা ওই নির্বাচন কর্মকর্তার দিকে তেড়ে গিয়েছিল শুধু; নির্বাচনী কর্মকর্তা জাহিদুল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সহানুভূতি পেতে ঘটনাকে অতিরঞ্জিত করেছেন। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা জাহিদুলকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতারও অভিযোগ এনেছেন আওয়ামী লীগের এই এমপি

(এমএম/এস/জুন ১৬,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test