E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিরোজপুরে ৪০ কোটি টাকা ব্যয়ে ৫ হাজার প্রকল্প বাস্তবায়িত

২০১৬ জুন ১৬ ১৬:৪০:৩০
পিরোজপুরে ৪০ কোটি টাকা ব্যয়ে ৫ হাজার প্রকল্প বাস্তবায়িত

অভিজিত রাহুল বেপারী : পিরোজপুর সহ সারা দেশে চলতি অর্থবছরেই শেষ হচ্ছে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের লোকাল গভর্নান্স সাপোর্ট প্রজেক্ট-২ এর প্রকল্পের কাজ। স্থানীয় পর্যায়ে জন অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সহ পল্লী অঞ্চলের দারিদ্র দূরীকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০১১-১২ অর্থবছরের ১ জুলাই থেকে লোকাল গভর্নান্স সাপোর্ট প্রজেক্ট-২ বাস্তবায়ন শুরু করে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নের এই প্রকল্পের মেয়াদ নির্ধারণ করে ২০১৫-১৬ অর্থ বছরের ৩০ জুন পর্যন্ত।

নারীর ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন, ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিত করণের মাধ্যমে সু-শাসন প্রতিষ্ঠা করা, ইউনিয়ন পরিষদকে কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পরিনত করা, আর্থিক বিকেন্দ্রী করণের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, জনগণের দ্বারা উন্নয়ন চাহিদা নিরুপন এবং স্থানীয় পর্যায়ের উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করণের উদ্দেশ্য নিয়ে ২০১১ সালে এই লোকাল গভর্নান্স সাপোর্ট প্রজেক্ট-২ (এলজিএসপি) বাস্তবায়ন শুরু হয়। এ লক্ষ্যে এলজিএসপি একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরী করে। সুষ্ঠ ভাবে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় পর্যায়ে প্রজেক্ট স্টিয়ারিং কমিটি, ৬৪ জেলায় জেলা সমন্বয় কমিটি, ৪শত ৮৯টি উপজেলায় ব্লক গ্রান্ট কোঅর্ডিনেশন কমিটি এবং ৪হাজার ৫শত ৫৯টি ইউনিয়নে ওয়ার্ড কমিটি এবং স্কিম সুপারভিশন কমিটি গঠন করা হয়।

জন অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে প্রকাশ্য সভা করা, জনসাধারণের মধ্য হতে প্রকল্প কমিটির আহ্বায়ক, সদস্য সচিব এবং সদস্য নির্বাচিত করা, জন অংশগ্রহণের মাধ্যমে প্রকল্প প্রনয়ন এবং বাস্তবায়ন, মনিটরিং, কাজের এবং মালামাল ক্রয়ের গুনগত মান নিশ্চিত করণ, প্রকল্পের সামাজিক ও পরিবেশগত প্রভাব যাচাই প্রক্রিয়া অনুসরণ করে এবং মালামাল ক্রয়ের বিল ভাউচার মাষ্টার রোল যথাযথ ভাবে সংরক্ষণ সহ ওয়ার্ড কমিটির কাজ ও দায়িত্ব বন্টন করে দেয়ায় গত ৫ বছরে গৃহীত প্রকল্পের বাস্তবায়ন যথাযথভাবে হয়েছে এবং সরকারের উদ্দেশ্য সফল হয়েছে বলে এলজিএসপি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পল্লী এলাকার মানুষের জীবন যাত্রার মানোন্নয়নে এবং গ্রামীন অবকাঠামো তৈরিতে বাস্তবায়িত এবং বাস্তবায়নাধীন লাখ লাখ প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তা, কালভার্ট নির্মান, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার ও আসবাবপত্র সরবরাহ, হাট বাজার উন্নয়ন, লেট্রিন নির্মান, বৃক্ষ রোপন, মেয়েদের স্বাবলম্বি করতে সেলাই প্রশিক্ষণ এবং ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে ল্যাপটপ কম্পিউটার ও ফটোকপি মেশিন সরবরাহ। এ ছাড়া কমিউনিটি ক্লিনিকে আসবাবপত্র ও ঔষধ সরবরাহ, গবাদি পশুর ভ্যাকসিন সরবরাহ সহ ব্যাপক জনগোষ্ঠীর কল্যান বিবেচনায় রেখে এলজিএসপি বাস্তবায়ন শুরু করা হয়।

পিরোজপুরে ২০১১-১২ অর্থ বছরে ৬ শত ৬৪টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে ৫ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকার বরাদ্দে। ২০১২-১৩ অর্থ বছরে ৬ কোটি ১৪ লাখ ৬৬ হাজার টাকা ব্যয় করে ৭শত ৬২টি প্রকল্প, ২০১৩-১৪ অর্থবছরে ৬ কোটি ৮৫ লাখ টাকার বরাদ্দে ৮শত ৪৪টি প্রকল্প ২০১৪-১৫ অর্থ বছরে ৭ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় করে ৯ শত ৩০টি প্রকল্পের কাজ ইতমধ্যে শেষ হয়েছে। চলতি অর্থবছরে প্রায় সহস্রাধিক প্রকল্পে ব্যয় করা হবে প্রায় সাড়ে ৮ কোটি টাকা। এল জিএসপি পিরোজপুর জেলা কার্যালয়ের জেলা ফ্যাসিলেটর মো: ফারুক আহম্মেদ বাসসকে জানান, ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ লোকাল গভর্নান্স ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএলজিডিএফপি) ৫ বছরের জন্য চালু করে। এর পর ২০০৬ সালে এ প্রকল্পের মেয়াদ ২০১১ এর জুন পর্যন্ত বর্ধিত করা হলেও অর্থ বরাদ্দের পরিমান ছিল খুবই অল্প। জুলাই ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত বর্তমান সরকার যথেষ্ট পরিমান অর্থ বরাদ্দ দেয়ায় পল্লী অবকাঠামো বিনির্মানে এবং পল্লী এলাকার মানুষের অংশগ্রহণে প্রকল্প গৃহীত ও বাস্তবায়িত হওয়ায় ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। পিরোজপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং উপ-সচিব মো: ইদতাজুল ইসলাম জানান, এলজিএসপি-২ বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং জনগণের সরাসরি অংশগ্রহণের ফলে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে। পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের পর পর তিনবার নির্বাচিত চেয়ারম্যান মো: তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন জানান এই এলজিএসপি প্রকল্পে ইউনিয়নবাসী বিভিন্ন দিক দিয়ে যথেষ্ট উপকৃত হচ্ছে।

(এআরবি/এএস/জুন ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test