E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে অস্ত্রসহ শেরে বাংলা মেডিকেলের দুই ছাত্র আটক

২০১৬ জুন ১৭ ১৫:২১:১০
বরিশালে অস্ত্রসহ শেরে বাংলা মেডিকেলের দুই ছাত্র আটক

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ধারালো অস্ত্রসহ শেরে বাংলা মেডিকেলের দুই ছাত্রকে বৃহস্পতিবার রাতে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো, মেডিকেলের চতুর্থ বর্ষের ছাত্র সাবা-বিন মজিদ ও আব্দুল্লাহ আল মামুন। তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি, একটি হাতুড়ি ও ছয়টি সেভেন আপের কাঁচের বোতল উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে নগরীর সদর রোড এলাকায় চেকপোষ্টে তল্লাশীর সময় সন্দেহজনক ওই দু’যুবককে আটক করা হয়। এ সময় তাদের শরীরে তল্লাশী করে একটি ধারালো ছুরি, হাতুড়ি ও সেভেন আপের বোতল উদ্ধার করা হয়। আটককৃতরা মেডিকেলের চতুর্থ বর্ষের ছাত্র। ক্যাম্পাসে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সূত্রমতে, এরপূর্বে গত ১৪ জুন রাতে শেরে বাংলা মেডিকেল কলেজ হোস্টেলের মধ্যে অস্ত্র, লাঠিসোটা রয়েছে বলে ধারনা করেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন। তার প্রাথমিক ধারনা থেকেই ওইদিন দিবাগত রাত দশটার দিকে প্রায় দু’শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়ে তিনি মেডিকেলের জামিলুর রহমান, হাবিবুর রহমান ও মাইনুল হায়দার ছাত্র হোস্টেল এলাকা ঘিরে ফেলেছিলেন। কিন্তু হোস্টেলের ভেতরে অভিযানের অনুমতি দেয়নি কলেজ অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা।

(টিবি/এএস/জুন ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test