E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে মাদকদ্রব্যসহ ভারতীয় মালামাল উদ্ধার

২০১৪ জুন ০৭ ২১:৪৫:৩০
দিনাজপুরে মাদকদ্রব্যসহ ভারতীয় মালামাল উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সীমান্তে রূপা-ফেন্সিডিল-বিদেশি মদসহ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করেছে ৪০ বিজিবি। শনিবার সন্ধ্যা পর্যন্ত পৃথক পৃথক অভিযানে বিজিবি সদস্যরা এসব মালামাল উদ্ধার করে।

বিজিবি সদস্যরা বিরামপুর থানার একর গ্রাম, পাঠান ছড়া, কসবা সাগরপুর, দাউদপুর, মন্ডব, বিজুল, বিরামপুর, বগড়া মাঠ, চন্ডিপুর মাঠ এবং ফুলবাড়ী থানাস্থ ফুলবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় পৃথক পৃথক এসব অভিযান চালায়। এ সময় মালিক বিহীন অবস্থায় ৩.৯২৫ কেজি রূপা, ৪০ কেজি গরুর গোশত, ১০৯টি চকলেট, ৮৪৩টি বাজি, ৫৫টি স্টিল সামগ্রী, ১৭ কেজি জিরা, ২ হাজার আমদানি নিষিদ্ধ ট্যাবলেট, ০১ টি বাইসাইকেল, ০১ টি মোটরসাইকেল, ১৩০ বোতল ফেন্সিডিল, ০৫ বোতল বিদেশি মদ, ০৮ লিটার দেশি মদসহ বিপুল পরিমাণ শাড়ী, থ্রিপিছ ও টি শার্ট আটক করে।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৭২ হাজার ৪৩০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে এবং অন্যান্য মালামাল সিজারের মাধ্যমে দিনাজপুর কাস্টমস অফিসে জমা করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

(ওএস/এস/জুন ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test