E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশে অরাজকতা ও আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান  

২০১৬ জুন ১৮ ১২:৩৫:০২
দেশে অরাজকতা ও আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান  

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সংখ্যালঘুদের ভয় ভীতির মাধ্যমে দেশে অরাজকতা ও আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ।

তিনি আরো বলেন, একটি কুচক্রি মহল দেশের বর্তমান উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে নাশকতা সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে। সন্ত্রাস ও অরাজক অবস্থা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে তারা। এ অবস্থা কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি দেশের উন্নয়নে সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। গতকাল শুক্রবার পাবনা সার্কিট হাউসে পাবনা জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এক মত বিনিময় সভায় ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ৪০ বছর পর হলেও যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধীদের বিচারের আওতায় এনে তা কার্যকর করেছে। সরকার এসব ষড়যন্ত্রকারীদের চক্রান্ত নস্যাৎ করে দেবে। এজন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যে কোন মূল্যে দুর্বৃত্তদের অপতৎপরতা বন্ধ করতে হবে। গত ১০ জুন পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্য রঞ্জন পান্ডের হত্যার ব্যাপারে তিনি বলেন, সন্ত্রাসীরা ধর্মীয় সংখ্যালঘুদের ভয় ভীতির মাধ্যমে দেশে অরাজকতা ও আতঙ্ক সৃষ্টি করে আইন শৃঙ্খলাকে বিনষ্ট করার ষড়যন্ত্র করছে, তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের অপপ্রয়াসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালো, পাবনা পুলিশ সুপার আলমগীর কবীর, র‌্যাব কোম্পানী কমান্ডার মনিরুজ্জামান খান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

(এসকেকে/এএস/জুন ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test