E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিশুসন্তানসহ মনোয়ারা বেগমের  নিরাপত্তাহীনতায় ভুগছেন

২০১৬ জুন ১৮ ২০:৩২:১৫
শিশুসন্তানসহ মনোয়ারা বেগমের  নিরাপত্তাহীনতায় ভুগছেন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি :৪ মাসের শিশুসন্তানসহ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান, সদ্য বিধবা মনোয়ারা বেগম (২২) নামে এক অসহায় নারী। স্বামীসহ পরিবারের কেউ না থাকায় স্বামীর ভিটা থেকে উচ্ছেদ করতে নানা ভাবে পাঁয়তারা চালাচ্ছেন রিপন নামে স্বামীর এক দুঃসম্পর্কের আত্মীয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনাটি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চকবাট্টা গ্রামে। শনিবার (১৮জুন) সরজমিন ওই বাড়ীতে গেলে পুলিশসহ শতাধিক নারী পুরুষ উপস্থিত পাওয়া যায়। এ সময় গ্রামের শালিসকার হাসেম খান, মজিবুর রহমান, সনজুর রহমান, সুমন খান, হারুন, কাজল, সাদেক মিয়া ছাড়াও রুনা আক্তার, কিরণ, জায়েদা, মনজু, রাবিয়া জানান, ফেরদৌস ও ফারুক দুই ভাইয়ের মধ্যে ফেরদৌস ও তার স্ত্রী দুজনই মারা গেলে দুই ছেলে ও দুই মেয়েকে বিভিন্নজন দত্তক নেন এবং প্রতিবেশী রিপন নামে একজন তাদের বাড়ী দাবি করে দখল নেয়।

মহিলারা জানান, গত ৩ এপ্রিল ১ মাসের শিশু মারুফ ও ৬ বছরের কন্যা ফারজানাকে রেখে ফারুক মারা যান। এরপর থেকে রিপন ও তার স্ত্রী সনজু আরা জোরপূর্বক ফারুকের ভিটাবাড়ী দখল করতে সদ্য বিধবা মনোয়ারার ওপর নানা ভাবে নির্যাতন করে। এ নিয়ে গ্রামে ও থানায় বেশ কয়েকটি শালিস হয়।

মাতাব্বর হাসেম খান জানান, শালিসের সিদ্ধান্ত রিপন মিয়া ভঙ্গ করেছে।

৪ মাসের শিশু পুত্র কোলে বিধবা মনোয়ারা (২২) কান্নাজড়িত কন্ঠে জানান, আমি আমার সন্তান নিয়ে স্বামীর ভিটায় নিরাপদে থাকতে চাই। কিন্তু রিপন ও তার স্ত্রী আমাকে উচ্ছেদ করতে নানা রকম ষড়যন্ত্র করছে। রাতের বেলায় ঘরে হামলা করে। আমি সন্তানসহ জীবনের নিরাপত্তা চাই।

মৃত ফেরদৌস আহমেদের বেয়াই লোক শিল্পী আব্দুল কদ্দুছ বয়াতী জানান, রিপন ও তার স্ত্রী এতিমদের সম্পত্তি দখল করতে নানা স্বড়যন্ত্র করছে। আমি প্রশাসনসহ সরকারের কাছে অসহায় পরিবারটি প্রতি ন্যায় ভিত্তিক সহায়তার জোর দাবি জানাই।

এ ব্যাপারে রিপন মিয়া সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।




(এমএমএস/এস/জুন ১৮,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test