E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালীগঞ্জে ইজিবাইক চালককে গলাকেটে হত্যা

২০১৬ জুন ১৯ ১১:০৮:১০
কালীগঞ্জে ইজিবাইক চালককে গলাকেটে হত্যা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের কালীগঞ্জে ইজি বাইকের এক চালককে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারীরা। কালীগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে রবিবার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তেন জন্য পাঠিয়েছে।

এ ঘটনায় সুলতান উদ্দিন (২৩) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তিনি উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ধোলাসাধুখাঁ গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে।
নিহত চালকের নাম রবিউল ইসলাম (৩২)। তিনি উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ধোলাসাধুখা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি কালীগঞ্জ পৌর এলাকার থানার সামনের স্ট্যান্ডে ভাড়ায় ইজি বাইক চালাতেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আজিজুর রহমান জানান, শনিবার বিকেলে আটক সুলতান নরসিংদী জেলার পলাশ উপজেলায় একটি ইজি বাইক বিক্রি করতে যান। এ সময় বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা পলাশ থানা পুলিশে খবর দিয়ে তাকে সোপর্দ করেন। পরে পলাশ থানা কালীগঞ্জ থানাকে বিষয়টি জানালে কালীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। এরই মধ্যে নিহত রবিউলের নিখোঁজের ব্যাপারে তার পরিবারের লোকজন থানায় অভিযোগ করেতে আসেন। আর এরই সূত্রধরে আটক সুলতানকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

ওই এসআই আটক সুলতানের বরাত দিয়ে আরো জানান, গত শুক্রবার (১৭ জুন) রাত ৮টার দিকে সে ও তার দুই সহযোগী মিলে কালীগঞ্জ থানার সামনে থেকে পলাশ উপজেলায় যাওয়ার কথা বলে ইজি বাইকটি ভাড়া নেয়। পরে রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের ঘোনাপাড়া নামকস্থানে একটি জঙ্গলে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ইজি বাইকটি নিয়ে যায়। তার জবানবন্দি অনুযায়ী শনিবার দিবাগত রাত ২টার দিকে ওই স্থান থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

রবিবার সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাকীদের আটকের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

(ওএস/এস/জুন ১৯,২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test