E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে সৎ মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

২০১৬ জুন ২০ ১৩:০১:৩৪
বাগেরহাটে সৎ মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটে নেশার টাকা না পেয়ে  সৎ মাকে খুনের ঘটনায়  ছেলে ফারুক শেখকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান  কারাদন্ডাদেশ প্রদান করেন। আদালত একই সাথে দন্ডপ্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাভোগের নির্দেশ দেন। দন্ডদেশ প্রাপ্ত ফারুক শেখ বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের মৃত মোকসেদ শেখের ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলো।

আদালত সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালের ৫ জুলাই বিকাল ৪ টার দিকে সৎমা হাসিনা বেগমকে সৎছেলে ফারুক শেখ কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। ঘটাস্থলেই হাসিনা বেগমের মৃত্যু হয়। এসময় প্রতিবেশিরা ফারুককে ধরে পুলিশে দেয়।

এঘটনায় পরের দিন নিহতের মেয়ে পায়রা বেগম বাদী হয়ে হত্যাকারী ভাই ফারুকের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফর রহমান ঐ বছরের ৮ সেপ্টেম্বর ফারুক শেখকে অভিযুক্ত করে মামলার চার্জশীট দাখিল করেন। এই মামলার ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহস শেষে আদালত এই রায় প্রদান করেন।


(এসএকে/এস/জুন ২০,২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test