E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

২০১৬ জুন ২০ ১৪:৪৮:৫৫
টাঙ্গাইলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

টাঙ্গাইল প্রতিনিধি : সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করা এবং মেয়াদ উত্তীর্ণ অবৈধ সভাপতির অধীনে নিমার্ণ কাজ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে পৌর মেয়র, প্রেসক্লাব ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে টাঙ্গাইল সমবায় সুপার মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মালিক সমিতি।

সোমবার সকালে সমবায় সুপার মার্কেটের সামনে থেকে ক্ষতিগ্রস্ত শতাধিক ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টাঙ্গাইল পৌরসভায় এসে পৌর মেয়র জামিলুর রহমান মিরণের কাছে দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। পরে তারা মিছিল করে টাঙ্গাইল প্রেসক্লাবে এসে স্মারকলিপির কপি দেন। প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও সম্পাদক কাজী জাকেরুল মওলা স্মারকলিপি গ্রহন করেন। পরে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক সভাপতি কুদরতই এলাহী খান বিভিন্ন অনিয়মের মাধ্যমে সমিতির কার্যক্রম পরিচালনাসহ অবৈধভাবে বন্দোবস্তকারী ভাড়াটিয়াদের উচ্ছেদ করেন। এতে করে ১৫৫ জন দোকানদার ও মালিক কয়েক বছর যাবত মানবেতর জীবন যাপন করছেন। এ সংক্রান্ত দোকানদারগন সুপ্রীম কোর্টে একটি রিট পিটিশন করেন। বর্তমানে টাঙ্গাইল সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে চক্রান্তমুলক আন্দোলনকারী দোকান মালিকদের নামে মোকদ্দমা দায়ের করায় কুদরত ই এলাহীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ কনটেম্পট পিটিশনের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়।

(এমএনইউ/এএস/জুন ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test