E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাত খুন : রানা ও আরিফকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ

২০১৪ জুন ০৮ ১০:৩৫:০৪
সাত খুন : রানা ও আরিফকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার পর চাকরিচ্যুত র‌্যাবের কর্মকর্তা আরিফ হোসেন ও এমএম রানাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার কড়া নিরাপত্তা ব্যবস্থায় এ দুইজনকে প্রিজন ভ্যানে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

নারায়ণগঞ্জ কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ জানান, মূল আইজি প্রিজনের নির্দেশে দুইজনকে ঢাকা পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ কারাগারে বিভিন্ন সময়ে র‌্যাবের অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদের কারণে কারাগারে অপ্রীতিকর ঘটনা এড়াতে দুইজনকে ঢাকা নেওয়া হয়েছে বলে অপর একটি সূত্র জানিয়েছে।

জানা গেছে, সাত খুনের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নূর হোসেন সহ ৬ জনের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। তবে আদালতের নির্দেশমত পুলিশ গত ১৬ মে দিনগত রাতে র‌্যাবের চাকরিচ্যুত ২ জন ও ১৭ মে একজনকে গ্রেপ্তার করে।

তারা হলেন - অবসরে পাঠানো সেনাবাহিনীর লে. কর্ণেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা।

ইতোমধ্যে গত বৃহস্পতিবার এম এম রানা ও বুধবার আরিফ হোসেন পৃথকভাবে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

এসময় তারা দুইজনই সাত খুনের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

এদিকে র‌্যাব-১১ এর চাকরিচ্যুত মেজর আরিফ হোসেন ও ক্রাইম প্রিভেনশনাল স্পেশাল কোম্পানির ইনচার্জ নৌবাহিনীর অবসরে পাঠানো লে. কমান্ডার এম এম রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ায় ভেঙ্গে পড়েছে র‌্যাব-১১ এর চাকুরীচ্যুত সিও লে. কর্নেল তারেক সাঈদের মনোবল।

গত ১৭ মে ভোরে গ্রেপ্তারের পরে তারেক সাঈদ দৃঢ় মনোভাব বজায় রাখলেও এখন অনেকটাই নরম সুরে কথা বলতে শুরু করেছেন।

(ওএস/এইচআর/জুন ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test