E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে পুলিশের গুলিতে আহত যুবকের মৃত্যু

২০১৬ জুন ২১ ১১:১৭:৩৩
টাঙ্গাইলে পুলিশের গুলিতে আহত যুবকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি :নির্বাচনী সহিংসতায় টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের গুলিতে আহত আলমগীর হোসেন (৩২) মারা গেছেন। সোমবার রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আলমগীর কালিহাতী উপজেলার কোকডহুরা ইউনিয়নের পোষণা উত্তরপাড়া গ্রামের সুরুজ্জামান মিয়ার ছেলে। গত ৪ জুন ষষ্ঠ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ব্যালট পেপার ছিনতাই করে পালানোর সময় পুলিশের গুলিতে আলমগীর আহত হন।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, ৪ জুন ষষ্ঠ দফার ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট চলাকালীন মেম্বার প্রার্থী আমীর আলীর সমর্থকরা ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করে।

এ সময় পুলিশ তাদের ওপর গুলি ছুড়লে আলমগীর আহত হন। পরে তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সোমবার রাতে তার মৃত্যু হয়।




(ওএস/এস/জুন২১,২০১৬)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test