E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালুখালীর সাওরাইল ইউপিতে  সন্ত্রাসীদের হাতে গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ

২০১৬ জুন ২১ ১২:০০:৫৫
কালুখালীর সাওরাইল ইউপিতে  সন্ত্রাসীদের হাতে গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ

রাজবাড়ি প্রতিনিধি: কালুখালীর দক্ষিণাঞ্চলে আবার অবৈধ অস্ত্রের ঝনঝানানী শুরু হয়েছে। গত রোববার ১৯ জুন রাতে উপজেলার দক্ষিণাঞ্চলের সাওরাইল ইউপির উত্তর নগর বাথান গ্রামের গরু ব্যবসায়ী দানেজ মোল্লা (৪২) নিজ বসতবাড়িতে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। সে উত্তর নগর বাথান গ্রামের মোন্তাজ মোল্লার ছেলে।

জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে ২০/২৫ জনের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদল গরু ব্যবসায়ী দানেজ মোল্লার বাড়িতে গিয়ে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে দানেজ মোল্লাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। দানেজ মোল্লার পা, পেট, মাথাসহ শরীরের বিভিন্নœ স্থানে ছররাগুলি বিদ্ধ হয়।
ঘটনার রাতেই গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ দানেজ মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখা দিলে গতকাল সোমবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দানেজ মোল্লার শরীর থেকে ১৬টি ছররা গুলি অপসারণ করা সম্ভব হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এ ঘটনার নেপথ্য নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, কালুখালী উপজেলার মৃগী বাজারে পুলিশ তদন্ত কেন্দ্র ও বি-কয়া বাজারে পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে কালুখালীর সাওরাইল ও মৃগী ইউপির বিভিন্ন এলাকাতে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেলেও অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে থানা পুলিশের উল্লেখ্যযোগ্য তৎপরতা লক্ষ্য করা যায় নি।
সূত্রমতে, গত বছরের ৭জুলাই রাতে সাওরাইল ইউপির বিলমন্ডপ গ্রামে নিজ বাড়ির অদূরে রাস্তার ওপর গুলিবিদ্ধ হয় আসাদ (১৭) নামের এক কলেজ ছাত্র। তার পিতার নাম ইউসুফ আলী শেখ। গত ৪মে রাতে মৃগী ইউপির হিমায়েত খালী গ্রামস্থ সাংবাদিক মোক্তার হোসেনের বাড়ি থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১টি এঁড়ে বাছুর গরু এবং একই গ্রামের দরিদ্র কৃষক আব্দুল কাদের বিশ্বাসের ৫০/৬০ হাজার টাকা মূল্যের ১টি গাভী সংঘবদ্ধ চোরদল চুরি করে নেয়। এছাড়া মৃগী ইউপির চৌমুখ গ্রাম থেকে একাধিক গরু, ১টি মোটরসাইলে, পঞ্চপল্লী তরুন সংঘ থেকে টেলিভিশন ও সাওরাইল ইউপির লাড়িবাড়ি বাজারে দুটি দোকানে চুরিসহ হিমায়েতখালী গ্রামের মরহুম ওমর আলী মৌলভীর বাড়ি ও মেড়রা গ্রামের কাঞ্চন ফকিরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই সব চুরি-ডাকাতির কোনো মালামাল উদ্ধার ও জড়িত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে অত্র এলাকায় অপরাধ প্রবণতা দেখা দিলেও তার কোনো প্রতিকার হচ্ছে না।


(এম এইচ/বিএইচ২১জুন২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test