E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্ত্রীকে নির্যাতনের দায়ে এএসআই বরখাস্ত

২০১৪ জুন ০৮ ১১:০২:০৭
স্ত্রীকে নির্যাতনের দায়ে এএসআই বরখাস্ত

চট্টগ্রাম প্রতিনিধি : স্ত্রীকে হাতকড়া পরিয়ে অমানবিক নির্যাতনের দায়ে চট্টগ্রামের এক পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলার মিরসরাই উপজেলায় যৌতুকের দাবিতে চট্টগ্রামের সদরঘাট থানার এএসআই মোহাম্মদ মুছা মিয়া তার স্ত্রী ইশরাত সুলতানাকে এই নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতিত গৃহবধূ ইশরাত জাহান বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) দ্বিতীয় তলায় ১১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘এএসআই মোহাম্মদ মুছা সদরঘাট থানায় কর্মরত। কয়েকদিন আগে সকালের দিকে মুছার স্ত্রী ও শ্বশুর থানায় এসে ডিউটি অফিসারকে মৌখিকভাবে নির্যাতনের বিষয়টি জানান। বিষয়টি আমি তাৎক্ষণিক ডিসি (দক্ষিণ) স্যারের নিকট রিপোর্ট করি। এর ভিত্তিতে মুছাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’ এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ বা মামলা হয়নি বলেও জানান ওসি।

জানা গেছে, মিরসরাই উপজেলার বাড়িয়াখালী এলাকার মৃত খোরশের আলমের ছেলে এএসআই মোহাম্মদ মুছা মিয়ার সঙ্গে একই উপজেলার সোনাপাহাড় এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহর মেয়ে ইসরাত সুলতানা প্রমির বিয়ে হয় ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর। প্রমির বাবা আবদুল্লাহ অভিযোগ করে বলেন, ‘বিয়ের পর থেকেই প্রায় সময় বিভিন্ন অজুহাতে প্রমিকে নির্যাতন করতেন মুছা মিয়া। কিন্তু মেয়ের সুখের কথা চিন্তা করে আমরা সব সহ্য করেছি। সর্বশেষ গত বুধবার (৪ জুন) আমার মেয়ের ওপর অমানুষিক নির্যাতন করেন মুছা। নির্যাতন চালিয়ে একপর্যায়ে হাতকড়া পরিয়ে বাইরে চলে যান মুছা।’

আবদুল্লাহ আরো কলেন, ‘বুধবার সন্ধ্যা ৭টায় তাকে ঘরে আটকে রেখে চলে যাওয়ার পর রাত ৩টার দিকে আমার মেয়ে কোনোমতে মোবাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় এবং তাকে হাতকড়া পরিয়ে ঘরে বন্দি করে রাখার কথা জানায়। খবর আমি এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে আমার মেয়েকে হাতকড়া পরা অবস্থায় উদ্ধার করি। বৃহস্পতিবার (৫ জুন) সকালে সদরঘাট থানায় নিয়ে আসি।’

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) শাহ্ মোহাম্মদ আবদুর রউফ বলেন, ঘটনাটি কয়েকদিন আগের। যতদূর শুনেছি উভয় পক্ষ পারিবারিকভাবে বিষয়টি ইতিমধ্যে নিষ্পত্তি করে ফেলেছে।

(ওএস/এইচআর/জুন ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test