E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় আইন শৃংখলা কমিটির বিশেষ সভা

২০১৬ জুন ২১ ১৫:২৯:০০
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় আইন শৃংখলা কমিটির বিশেষ সভা

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের পুরোহিতসহ মুক্তমনা লেখক ও বিশেষ ব্যাক্তিদের গুপ্ত হত্যার প্রতিরোধ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন জোরদার করতে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দদের নিয়ে আগৈলঝাড়ায় উপজেলা আইন শৃংখলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত ।

সোমবার বিকেলে (৪টায়) শ্রীমতি মাতৃ মঙ্গল মাধ্যমিক বালিকা বিদ্যালয় হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র সভাপতিত্বে বিশেষ সভাপতিত্বে বিশেষ আইন শৃংখলা ও মতবিনিময় সভা বক্তব্য রাখেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, ঢাকা উত্তর হিন্দু বৈদ্ধ ঐক্য পরিষদের সহ-সভাপতি সাবেক অধ্যাপক ড.নীল কান্ত বেপারী, গৈলা মনসা মন্দির উন্নয়ন ও সংরক্ষণ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তারক চন্দ্র দে, সাধারণ সম্পাদক দুলাল দাসগুপ্ত, আগৈলঝাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সম্পাদ বিপুল দাস, কলেজ অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়, প্রভাষক অমিয় লাল চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, সোয়েব ইমতিয়াজ লিমন, আওয়ামীলীগ নেতা রবীন্দ্র নাথ হালদার, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সুনীল চন্দ্র নাগ, পুলিশের এসআই এনামুল হক প্রমুখ।

সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের সাধারণ জনগণের বরাত দিয়ে বক্তারা বলেন, আমরা কত দিন বাংলাদেশে থাকতে পারব ? বন্ধু দেশ ভারতের কথায় শুধু ঢাকার রামকৃষ্ণ মিশনে নিরাপত্তা দিলেই কি সংখ্যালঘুরা নিরাপদ ? অধিকাংশ গুপ্ত হত্যা হলে আইএস দায় স্বীকার করে বিবৃতি প্রকাশ করে, অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে কোন জঙ্গি সংগঠন নেই। তাহলে কারা এসব হত্যাকান্ড ঘটাচ্ছে। সরকারের উচিত তাদের ধরে চিহ্ণিত করা।

ওই সভায় সকল মন্দিরের পরিচালনা কমিটি, পুরোহিত, গীর্জা পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকদের সচেতন করার পাশাপাশি তাদের তালিকা করে প্রশাসনের কাছে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও চেয়ারম্যানদের মাধ্যমে নিবির পর্যবেক্ষণে অপরিচিত ব্যাক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয়।

(টিবি/এস/জুন২১,২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test