E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে তালেবান নেতা ‘লাদেন’র নামে সড়কের নামকরণ!

২০১৬ জুন ২২ ১৫:৪৩:৪৬
বরিশালে তালেবান নেতা ‘লাদেন’র নামে সড়কের নামকরণ!

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আন্তজার্তিক কুখ্যাত তালেবান নেতার নামে বরিশাল সিটি কর্পোরেশনের অধীনস্থ সড়কের নাম নামকরন করা হয়েছে ‘লাদেন সড়ক’। এ খবরটি সর্বত্র ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন নগরবাসী অনতিবিলম্বে এ সড়কের নাম পরিবর্তন করে বরিশালের স্বনামধন্য কারও নামে নামকরন করার দাবি করেছেন।

সূত্রমতে, নগরীর ২৯নং ওয়ার্ডের এই রাস্তাটি বিভাগীয় কমিশনারের অফিসের পাশ দিয়ে মহামায়ার পুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার দূরত্বে চলে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি সময়ে এলকার কতিপয় ব্যক্তির দাবির মুখে বিসিসি কর্তৃপক্ষ ওই রাস্তাটির নামকরন করেন ‘লাদেন সড়ক’। ফলে রাস্তার নামের ওপর ভিত্তি করে হোল্ডিং নাম্বারের প্লেটেও বিসিসি কর্তৃপক্ষ লাদেন সড়ক লিখে বাসা-বাড়িতে টানিয়ে দিচ্ছেন।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার জানান, বিষয়টি দীর্ঘদিন আগের, ফলে এ সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই। স্থানীয় কাউন্সিলর শহীদুল ইসলাম শহীদ জানান, এটা আগের কাউন্সিলর ফরিদ মিয়ার সময়কার ঘটনা। নগরীর গণসঙ্গীত শিল্পী আক্কাস হোসেন জানান, এধরনের সন্ত্রাসীর নামে সড়কের নামকরন হলে সর্বত্র ভুলবার্তা পৌঁছবে। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস.এম ইকবাল জানান, এ ধরনের সন্ত্রাসীর নামে সড়কের নামকরন হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই।

(টিবি/এএস/জুন ২২, ২০১৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test