E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোনায় পাবলিক সার্ভিস দিবস উদযাপিত

২০১৬ জুন ২৩ ১২:৩৮:৩১
নেত্রকোনায় পাবলিক সার্ভিস দিবস উদযাপিত

নেত্রকোনা প্রতিনিধি :“টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস”এ প্রতিপাদ্য বিষয়ে নেত্রকোনায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস।

জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বিগত বছরের ন্যায় এবারও র‌্যালী, আলোচনা সভা, রচনা প্রতিযোগীতা, পুরস্কার ও পদক বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক ড.মুশফিকুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হলে এসে শেষ হয়। পরে পাবলিক হলে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড.আব্দুর রহিম,অতিরিক্ত পুলিশ সুপার মো.হাবিবুর রহমান প্রামাণিক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ঠ্রেট আবদুল মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আনোয়ার হোসাইন আকন্দ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিলাশ চন্দ্র পাল,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ আজম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রিয়াজ উদ্দিন প্রমূখ। আলোচনা শেষে পুরস্কার ও পদক বিতরণ করা হয়।

শেষে হাওর এলাকার মানুষের সহজ স্বাস্থ্যসেবা প্রধানের লক্ষ্যে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.খুরশিদ শাহরিয়ারের হাতে দুটি এম্বোলেন্সের চাবি তুলে দেন জেলা প্রশাসক ড.মুশফিকুর রহমান।

(এমএম/এস/জুন২৩,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test