E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খাদ্যে ভেজাল রোধে বুধবার থেকে সাঁড়াশি অভিযান

২০১৪ জুন ০৮ ১৩:২৬:০৮
খাদ্যে ভেজাল রোধে বুধবার থেকে সাঁড়াশি অভিযান

স্টাফ রিপোর্টার : আগামী বুধবার ফরমালিন ও কার্বাইড মিশ্রিত ফল ঢাকা নগরীতে ঢুকতে দেয়া হবে না।রাজধানীর ৮টি প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে খাধ্যে ভোজাল দেয়া হয়েছে কি না তা পরীক্ষা করা হবে।

রবিবার খাদ্যে ভেজালবিরোধী অভিযান নিয়ে এক ব্রিফিংয়ে ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ এ ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, আমরা মানুষকে ক্ষতিকর ফর্মালিন ও কার্বাইডমুক্ত খাবার দিতে চাই।

সংবাদ সম্মেলনে এই পুলিশ কর্মকর্তা বলেন, কারো ক্ষতি করতে চাই না এবং আমাদের লক্ষ্যও সেটা নয়। তিনি বলেন, আমরা নগরবাসীর জন্য ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে চাই। এ ব্যাপারে যারা ফল ও খাদ্যে ভেজাল দিবেন তাদেরকে আর ছাড় দেয়া হবে না।আইন অনুযায়ী তাদের বিরেুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

যেসব স্থানে চেকপোস্ট বসানো হবে সেগুলো হলো- পোস্তগলা ব্রিজ, যাত্রাবাড়ী থানা এলাকার সাইনবোর্ড, ডেমরার সুলতানা কামাল ব্রিজের পশ্চিম পাশে ডেমরা চৌরাস্তা, বাবুবাজার ব্রিজ, সদরঘাটের ওয়াইজঘাট, গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে, টঙ্গীর আবদুল্লাহপুর ব্রিজ, তুরাগ থানার ধউড় ব্রিজ। ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হবে।

তিনি সবাইকে সতর্ক করে বলেন, রাসায়নিক দ্রব্য ব্যাবহার করে খাদ্য বিষাক্ত করে তোলার কাজ বন্ধ করতে হবে এখন থেকেই।

দুপুরে ডিএমপি আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ফরমালিন আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করার তাগিদ দিয়ে বলেন, আমদানি করা ফরমালিনের অপপ্রয়োগ হচ্ছে। এ সব বন্দে সবাইকে এগিয়ে আসতে হবে।খাদ্যে ভেজাল দেয়ার কাজ যে কোনো মূল্যে বন্ধ করতে হবে।এসব আর বরদাস্ত করা হবে না।

এ ব্যাপারে নগরবাসীর সহায়তা কামোনা করে কমিশনার বলেন, এখন থেকে আর খাদ্যে ফরমালিন দেবেন না। আমরা এই মূল্যবান খাবার ধ্বংস করেতে চাই না।আর যদি কোনো ট্রাকে বহনকারী খাদ্যে ভেজাল পাওয়া যায় তাহলে তা আমরা ধ্বংস করবো এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

(ওএস/এটিআর/জুন ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test