E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলবাড়ীতে পাঞ্জেরী শিশু ফোরামের নির্বাচনে

রনি চন্দ্র সভাপতি, রাইটার রায় সাধারণ সম্পাদক নির্বাচিত

২০১৬ জুন ২৬ ১৩:৪৪:৪৬
রনি চন্দ্র সভাপতি, রাইটার রায় সাধারণ সম্পাদক নির্বাচিত

দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের ফুলবাউী উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাঞ্জেরী শিশু ফোরামের ত্রি-বার্ষিক নির্বাচনে রনি চন্দ্র সভাপতি ও রাইটার রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। গতকাল শনিবার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরামহীনভাবে শিশুরা তাদের পছন্দের প্রার্থীকে ব্যালট পেপারে সিল মেরে ভোট দেয়।

নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালনকারি শিশু আরমিনা আক্তার বলে, পাঞ্জেরী শিশু ফোরাম এলুয়ারি ইউনিয়নের শিশুদের অধিকার আদায়, বাল্য বিয়ে প্রতিরোধ, লেখাপড়ার সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক ও কল্যাণকর কাজে নিয়োজিত থেকে কাজ করে যাচ্ছে শিশু ফোরামের শিশু সদস্যরা। শিশু ফোরামের ১১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি সকল কাজের সিদ্ধান্ত নিয়ে থাকে। শিশুরাই যাতে তাদের নেতৃত্ব বেছে নিতে পারে সেজন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাঞ্জেরী শিশু ফোরামের মোট ১৯২জন শিশু ভোটার রয়েছে। সকাল থেকে শেষ পর্যন্ত অত্যন্ত উৎসব মূখর পরিবেশে সকল শিশু ভোটাররা তাদের মনোনিত প্রার্থীদের প্রতীকে ভোট দিয়ে ১১সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করেছে।

নির্বাচিতরা হচ্ছে, রনি চন্দ্র (আনারস) ১২৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উর্মি আক্তার (বই) পেয়ে ২৫ভোট। বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছে আরমিনা আক্তার, রাইটার রায় (গোলাপ ফুল) ১২৩ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল-আমিন (টিউবওয়েল) পেয়েছে ২৩ভোট। আফরিন আক্তার (জবা ফুল) ৮২ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াছ সরেন (ইলিশ মাছ) পেয়েছে ৬৮ভোট। কেয়া রাণী (দোয়েল) ১০১ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাব্বত হোসেন (শাপলা ফুল) পেয়েছে ৪৫ভোট। মো. জায়েদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে। মো. সুমন বিনা প্রতিদ্বন্দ্বীতায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছে। জামিউল (ছাতা) ৯৯ ভোট পেয়ে সহ-কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিলা (মোবাইল) পেয়েছে ৬১ভোট। প্রিয়াংকা রাণী (সূর্য্যমূখী ফুল) ১০৪ভোট পেয়ে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিমি টুডু (তবলা) পেয়েছে ৪৭ভোট। রিপন রায় (ফুটবল) ৮৩ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অমিত হাসান (ক্রিকেট ব্যাট) পেয়েছে ৬৯ভোট। আইয়ুব আলী বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।

পাঞ্জেরী শিশু ফোরামের ত্রি-বার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার ও ইউপি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম বলেন, শিশুদের এই নির্বাচন একটি অন্যন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ শিশুকাল থেকেই তারা তাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য নেতা নির্বাচন করার সুযোগ সৃষ্টি করছে।

এদিকে নির্বাচন চলাকালে শিশুদের নির্বাচন পর্যবেক্ষণ করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এডিপি ম্যানেজার পবিত্র বি কস্তা, স্পন্সরশীপ টীম লিডার ডেভিট বাস্কে, এলুয়ারি ইউনিয়ন প্রোগ্রাম অফিসার পবিত্র বেনেডিক ক্রুজ, শিশু সুরক্ষা সুপারভাইজার শামিম হাসনাত প্রমূখ।

উল্লেখ্য, গ্রামীণ শিশুদেরকে সার্বিকভাবে সচেতন করে তুলতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এডিপি’র সার্বিক সহযোগিতায় উপজেলার এলুয়ারি, আলাদিপুর, কাজিহাল ও বেতদীঘি এই চার ইউনিয়নের শিশুদের সমন্বয়ে শিশু ফোরাম গড়ে ওঠেছে।


(এসিজিএ/এস/জুন২৬,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test