E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাকিমপুরে ৪৬ লাখ টাকা ব্যয়ে গুচ্ছগ্রামের উদ্ধোধন করলেন

২০১৬ জুন ২৬ ১৩:৫২:৫৭
হাকিমপুরে ৪৬ লাখ টাকা ব্যয়ে গুচ্ছগ্রামের উদ্ধোধন করলেন

দিনাজপুর প্রতিনিধি:ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, এদেশের প্রতিটি ভূমি ও গৃহীনদের ভূমি ও গৃহ দেয়ার স্বপ্ন ছিল জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাস্তবায়িত হচ্ছে।


গতকাল শনিবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার পালি বটতলি-১ গুচ্ছগ্রাম আনুষ্ঠানিক উদ্বোধন কালে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এ কথা বলেন।

এরপর ৪৬ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৪ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামের ৩০টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবী ও দলিল হস্তান্তর করেন তিনি।

এ উপলক্ষে বেলা ১২টায় পালি বটতলি মাদ্রাসা মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ। বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক, জাতীয় প্রকল্প পরিচালক (সিভিআরপি প্রকল্প) মাহবুব-উল-আলম। এছাড়া উপস্থিত ছিলেন, হাকিমপুর ইউএনও মোসা. শুকরিয়া পারভীন ও সহকারী পুলিশ সুপার আবু হায়দার মো. ফয়জুর রহমান প্রমুখ।


(এসিজি/এস/জুন২৬,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test