E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোণায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

২০১৬ জুন ২৬ ১৪:৪৮:৩৯
নেত্রকোণায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

মুশফিক মাসুদ, নেত্রকোণা : ‘‘ শিশু ও যুবাদের  প্রতি মনোযোগ দেয়াই হল তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ’’ এ শ্লোগান নিয়ে নেত্রকোণায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ্য পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে ।

জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের আয়োজনে আজ সকাল ১১টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে গিয়ে শেষ হয় ।

পরে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল বাতেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক আজাদুল ইসলাম, জেলা ডিপুটি নিলোৎফল তালুকদার, প্রবীন সাংবাদিক শ্যামলেন্দু পাল, জেলা কৃষকলীগের সভাপতি, কেশবরঞ্জন সরকার জেলা রেড ক্রিসেন্ট সেক্রেটারী গাজী মোজ্জাম্মেল হোসেন টুকু, তরী মাদক নিরাময় কেন্দ্রের নির্বাহী মাহবুব আলমসহ অন্যরা । বক্তারা রাজনৈতিক দলের নেতাসহ তাদের ছত্র ছায়ায় নেত্রকোণায় রমরমা মাদক ব্যবসা চলছে অভিযোগ করে বলেন, মাদকদ্রব্য প্রতিরোধে অভিভাবকদের নিয়ে এধরনের সচেতনতা মূলক সভা-সমাবেশের দাবি জানান ।

(এমএম/এস/জুন২৬,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test