E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অতিদরিদ্রদের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিতকরণে অবহিতকরণ সভা

২০১৬ জুন ২৬ ১৭:১৫:১৯
অতিদরিদ্রদের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিতকরণে অবহিতকরণ সভা

দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের ফুলবাড়ীতে অতিদরিদ্র জনগোষ্ঠীর অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন পেশা ও শ্রেণির নারী-পুরুষদের নিয়ে অবিহিতকরণ সভা রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পল্লীশ্রী ও পামডো সংস্থার যৌথ উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কমসূচির আওতায় অতিদরিদ্র জনগোষ্ঠীর অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিতকরণ কল্পে আয়োজিত সম্বনয় সভায় সভাপতিত্ব করেন পল্লী শ্রী সংস্থার মানব সম্পদ বিভাগের ম্যানেজার সুরাইয়া আক্তার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এহেতেশাম রেজা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহসিন মৃধা, থানার অফিসার (ওসি) মোকছেদ আলী, ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদির বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. হাছিনা বেগম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম আশফাক হামীম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্মাৎ হাছিনা ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, মোজাফ্ফর হোসেন সরকার, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও সাপ্তাহিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সাবেক সভাপতি সহকারি অধ্যাপক শেখ সাবীর আলী, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, সাপ্তাহিক দেশ মা’র স্টাফ রিপোর্টার প্লাবন গুপ্ত শুভ, একুশ আমার প্রতিনিধি নিলয় কুমার, ওয়ার্ল্ড ভিশন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক ইউসুফ আলী, এনডিএফ সংস্থার মাসুদুর রহমান মাসদু, বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল রায়, পল্লী শ্রী সংস্থার সমন্বয়কারি মইনুল ইসলাম, সুপারভাইজার কৃষ্ণা রবিদাস প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, আদিবাসী, হরিজন ও হরিজন সম্প্রদায়ের নারী ও পুরুষ অংশ নেন।


(এসিজি/এস/জুন২৬,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test