E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলারোয়ায় চোরাচালানিদের হালখাতা 

২০১৬ জুন ২৮ ১২:১২:৪৩
কলারোয়ায় চোরাচালানিদের হালখাতা 

সাতক্ষীরা প্রতিনিধি :  সারা বছর ধরে লেনদেন। অবৈধ  চোরাচালান পণ্য বেচাকেনা। বাকি বকেয়া তো থাকেই । আর তা তুলে নিতে দিব্যি হালখাতা অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার কেঁড়াগাছি সীমান্তে। রবিবার রাতের এই হালখাতায় যোগ দিয়েছিলেন বহু চোরাচালানি। গভীর রাত পর্যন্ত তারা তাদের  বকেয়া টাকা পরিশোধ করেন  ।

তালিকাভূক্ত বড় বড় চোরাচালানিদের এই হাট বসেছিল কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের নবনির্বাচিত সদস্য মহিদুল ইসলাম ও তার ভাই মকবুলের সৌজন্যে। বিজিবি জানিয়েছে হালখাতা হয়েছে ,তবে তা সার ব্যবসার বদৌলতে । এ হালখাতা হয়েছে স্থানীয় স্কুল মাঠে।

তবে গ্রামবাসী বলছেন ভিন্ন কথা । তারা বলেন চোরাচালানিদের হালখাতা ও টাকা লেনদেনের সব আয়োজন ছিল মহিদুল ইসলাম ও তার ভাই মকবুলের বাড়িতে। এই হালখাতায় যোগ দিয়েছিল মফে নামের এক দুর্ধর্ষ চোরাচালানি , তার ছেলে গোলাম ও আরও একজন অজ্ঞাতনামা সহযোগী । হাজির হওয়া অন্যান্য চোরাচালানিদের সংখ্যাও ছিল অনেক , দাবি গ্রামবাসীর। গ্রামের সবাই জানেন মফে অনেক টাকার চোরাচালান পণ্য বাকি দিয়ে থাকেন। সেই টাকা আদায়ের জন্যই বসেছিল এই হালখাতা।

নাম পরিচয় না জানানোর শর্তে গ্রামবাসী আরও জানান, চোরাচালান হালখাতায় অনেক বকেয়া টাকা আদায় হয়েছে। তাদের জন্য মিষ্টি মিষ্টান্ন ছাড়াও নৈশভোজের আেেয়াজন করা হয়েছিল।

ভোরে তারা বাড়ি ফিরে গেছেন। তারা জানান রাতেই খবর পেয়ে বিজিবির একটি টহল দল খোঁজ খবর নিতে এসেছিল। তার আগেই তারা পগার পার।

এ বিষয়ে কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার বেলাল ( বদলি হয়েছেন) জানান রাতে তিনি সেখানে লোক পাঠিয়েছিলেন । তার আগেই তারা সেখান থেকে সরে যায়। তিনি বলেন, হালখাতা হয়েছে তবে তা সার ব্যবসা কেন্দ্রিক। তবে গ্রামের লোকজন বলেন গ্রামের দোকানে দোকানে হালখাতা হয় বৈশাখ মাসে। অনেক ক্ষেত্রে ইংরাজী বছরের শুরু জানুয়ারিতে। কিছু হালখাতা হয় কৃষকের ধান কাটা হলে। এখন তো এর কোনোটিই নেই ।

জমজমাট এই হালখাতা সম্পর্কে জানতে চাইলে কেঁড়াগাছি ইউপি সদস্য মহিদুল ইসলাম জানান, তার সারের ব্যবসার জন্য রোববার রাতে হালখাতা হয়েছে। তবে তার শত্র“পক্ষের কিছু লোক এ নিয়ে মিথ্যা প্রচার দিয়েছে । তারা বিজিবি পাঠিয়েছিল’। তিনি বলেন মফে তো ভারতের লোক । তার বাড়ি কেড়াগাছির বিপরীতে ভারতের তারালিতে। অনেক বড় লোক তি্িন। এক বছর আগে একবার পাসপোর্টে বাংলাদেশে এসেছিলেন মফে। তার হালখাতায় তো আসেন নি। ভাই আমি গরিব মানুষ, ছোট মানুষ । লেখালেখি করে আমার ক্ষতি করবেন না’। এই প্রতিবেদক তার কাছে জানতে চান ‘ হালখাতা রাত ১০ টার পর কেনো’। তিনি বলেন ‘সুবিধা অসুবিধা তো আছেই’।

তবে এ বিষয়ে জানতে মহিদুলের ভাই মকবুলের কাছে বারবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি।


(আরএনকে/এস/জুন২৮,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test