E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুর পৌরসভা বাজেট ও ইফতার মাহফিল

২০১৬ জুন ২৮ ১৪:৩৬:৪৬
শরীয়তপুর পৌরসভা বাজেট ও ইফতার মাহফিল

শরীয়তপুর প্রতিনিধি :শরীয়তপুর পৌরসভার জন্য ২০১৬-২০১৭ অর্থ বছরে ৬৫ কোটি ৬৪ লক্ষ ৭৯ হাজার ৪৭৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল সোমবার বিকেলে পৌরসভার মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে এ বাজেট ঘোষণা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ভিখারুদৌলা চৌধুরী, শরীয়তপুর পৌরসভার সদ্য বিদায়ী মেয়র আব্দুর রব মুন্সি, সাবেক মেয়র নুর মোহাম্মদ কোতোয়াল , সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল ফজল মাষ্টার, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মী, পৌর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

রাজস্ব খাতে আয় ১২ কোটি ৬৬ লাখ ২০ হাজার ২৫০ টাকা ও ব্যায় ১২ কোটি ২৫ হাজার টাকা, পানি সরবরাহ শাখা থেকে আয় ৮১ লাখ ১৮ হাজার ৫০৯ টাকা ও ব্যায় ৮০ লাখ ৮৭ হাজার টাকা, উন্নয়ন খাতে আয় ১২ কোটি ৮০ লাখ ২৫ হাজার টাকা ও ব্যায় ১৩ কোটি ৮৯ লাখ ১০ হাজার টাকা, বিভিন্ন সংস্থা হতে উন্নয়ন প্রকল্প বাবদ আয় ৩৬ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ৫০০ টাকা ও ব্যায় ৩৬ কোটি ৮ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা বরাদ্দ রেখে সর্বমোট ৬৫ কোটি ৬৪ লাখ ৭৯ হাজার ৪৭৮ টাকা ও ব্যায় ৬৫ কোটি ৬৪ লাখ ৭৯ হাজার ৪৭৮ টাকা দেখানো হয়েছে।

বাজেটত্তোর এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন পৌরসভা কর্তৃপক্ষ।

(কেএনআই/এস/জুন২৮,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test