E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিরল সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিখোঁজ

২০১৬ জুন ২৮ ১৪:৫২:৩৫
বিরল সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিখোঁজ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরল উপজেলার ডুগডুগী সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) গুলিবর্ষন করেছে। এরপর থেকে আইয়ুব আলী (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিখোঁজ রয়েছে। আইয়ুব আলী, বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিরল গ্রামের আফাজউদ্দীনের পুত্র।

স্থানীয়রা জানায়, বিরল উপজেলার ডুগডুগী সীমান্তে সীমান্ত পিলার ৩২৬ ও ৩২৫ এর মধ্যবর্তী ঢাপড়াপুকুর এলাকায় মঙ্গললবার ভোররাত ৩টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশী গরু ব্যবসায়ীদের দিকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এরপর থেকে আইয়ুব আলী নামে এক গরু ব্যবসায়ী নিখোঁজ রয়েছে।

বিজিবি’র ডুগডুগী ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুস সালাম এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে আইয়ুব আলী কি অবস্থায় রয়েছেন, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেন নি তিনি।

আইয়ুব আলীর স্ত্রী আফরোজা বেগম তার স্বামী নিখোঁজের কথা স্বীকার করেছেন।


(এটি/এস/জুন২৮,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test