E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুর জেল কারাগারে হাজতী ও কয়েদীদের প্রশিক্ষণ

২০১৬ জুন ৩০ ১৬:৪৭:৩৩
দিনাজপুর জেল কারাগারে হাজতী ও কয়েদীদের প্রশিক্ষণ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা কারাগারে হাজতী ও কয়েদীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পাইলট প্রজেক্টের মাধ্যমে শতাধিক হাজতী ও কয়েদীদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

দিনাজপুর জেলা কারাগারের সুপার মোঃ আবু সাইদ জানান, সরকার জেল কারাগারে আটক হাজতী ও কয়েদীদের অপরাধী জীবন থেকে ফিরিয়ে আনতে বিভিন্ন কর্মসংস্থান প্রশিক্ষনে পাইলট প্রজেক্ট গ্রহণ করেছে। জেল কারাগারে চলতি বছর প্রথম পর্যায়ে বিউটিকেশনে ১০ জন মহিলা, রিফ্রেজিশন মেরামতে ২৮ জন পুরুষ, ইলেক্ট্রশিয়ান হাউজওয়ারিংয়ে ২৪ জন পুরুষ, মেসেজ পার্লারে ২৫ জন পুরুষ ও টেইলারিংয়ে ১৫ জন মহিলাকে প্রশিক্ষণে দক্ষ হিসেবে গড়ে তোলা হয়েছে। প্রশিক্ষণ শেষে ১০২ জন হাজতী ও কয়েদীর মধ্যে ৪৮ জন জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে গেছেন। এরা স্বাভাবিক জীবনে প্রশিক্ষণের দক্ষতা কাজে লাগিয়ে কর্মে নিয়োজিত হতে পারবেন। হাজতে আটক প্রশিক্ষণ নেয়া ৫৪ জন হাজতী ও কয়েদীকে জেল কারাগারেই তাদের প্রশিক্ষণকে কাজে লাগানো হচ্ছে। গত জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত ৩ মাসের প্রশিক্ষণে এদের দক্ষ করে গড়ে তোলা হয়েছে।

এদিকে এই ৫টি বিভাগে ১০২ জন হাজতী ও কয়েদীদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। যাদের বয়স ১৬ থেকে ৪০ এর মধ্যে তাদেরকেই এই প্রশিক্ষণের আওতায় নেয়া হয়েছে। প্রশিক্ষণ নিতে পেরে হাজতী ও কয়েদীদের সন্তুষ্টি প্রকাশ করছে।

এছাড়া কারাগারে ২১২ জন মাদকাসক্ত কিশোর ও যুবক আটক রয়েছে। এদের মধ্যে ১১৪ জন ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে দন্ডিত হয়ে হাজতে আটক রয়েছে। অপর ১৮ জন মাদকাসক্ত হয়ে পরিবারের আবেদনে নিরাপদ হেফাজতে আটক রয়েছে। এদের জেল কারাগারে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবাসহ সামাজিকভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে। এর মধ্যে ধর্মীয় অনুভুতিকে কাজে লাগিয়ে তাদের ইবাদত সন্দেগীতে ব্যস্ত থাকা এবং ধর্মীয় গ্রন্থ দিয়ে পড়াশুনা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নামাজ, রোজা ও ইবাদতে নিয়োজিত রাখা হচ্ছে। এভাবেই মাদকাসক্ত যুবকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

বর্তমানে জেল কারাগারে ১১১৯ জন পুরুষ ও ৬০ জন মহিলা কয়েদী ও হাজতী রয়েছে।

(এটি/এএস/জুন ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test