E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীবরদীতে বন্যহাতির হামলায় আহত ২

২০১৪ জুন ০৮ ১৭:১১:৫২
শ্রীবরদীতে বন্যহাতির হামলায় আহত ২

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের বালিজুরি গ্রামে বন্যহাতির হামলায় দুইজন আহত হয়েছে। আহতদের মধ্যে ইফরান (২২) নামে একজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরজন ময়নাল মিয়া (১৮) শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত দুজনই বালিজুরি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীবরদী সীমান্তের বালিজুরি খ্রীষ্টান পাড়ায় শতাধিক বন্যহাতির একটি পাল ৭ জুন শনিবার দুপুরে লোকালয়ে চলে আসে। ক্ষেতে ধান না থাকায় ক্ষুধার্ত হাতির দল গাছের কাঁঠাল ও আমের সন্ধানে লোকালয়ে এসে তান্ডব চালাতে থাকে। এসময় হাতির দলকে বাধাঁ দিতে গিয়ে হাতির কবলে পড়ে দুইজন আহত হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, ভারত থেকে নেমে আসা একদল বন্যহাতি কয়েকদিন যাবত তাদের এলাকার পাহাড়ে অবস্থান করছে। সন্ধ্যা হলেই নেমে আসে লোকালয়ে। নষ্ট করে ক্ষেতের ফলস ও বিভিন্ন প্রজাতির বৃক্ষরাজি। এসময় গ্রামের লোকজন দলবদ্ধভাবে ঢাক-ঢোল-টিন পিটিয়ে, হৈ-হল্লা শব্দ করে, মশাল জ্বালিয়ে তারা হাতি তাড়ানোর চেষ্টা করে। বন্যহাতির ভয়ে তারা দলবদ্ধভাবে রাত জেগে পাহাড়া দিয়ে আসছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় বন্যহাতির আতংক বিরাজ করছে।

বালিজুরি গ্রামের রফিকুল ইসলাম জানান, হাতির পাল সাধারনত দিনের বেলায় জঙ্গলে থাকে এবং রাতে লোকালয়ে বের হয়। ধান উঠে যাওয়ায় এখন পাহাড়ে হাতির খাবার বলতে কিছুই নেই। তাই পাকা কাঠাল আর আমের গন্ধে তারা দিনের বেলাতেই লোকালয়ে হানা দিচ্ছে। এদিকে শতাধিক হাতির পাল লোকালয়ে চলে আসায় সীমান্তের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে জানিয়েছেন, খাবার না পেলে যেকোন সময় হাতি তাণ্ডব চালাতে পারে।
(এইচবি/এএস/জুন ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test