E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একাধিক প্রিন্ট ও অনলাইনে সংবাদ প্রকাশের পর

গৌরীপুর বঞ্চিত কৃষকরা ধান বিক্রির সুযোগ পাচ্ছেন

২০১৬ জুন ৩০ ২১:২৩:৪৭
গৌরীপুর বঞ্চিত কৃষকরা ধান বিক্রির সুযোগ পাচ্ছেন

গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ খাদ্য গুদামের দুর্নীতি-অনিয়ম নিয়ে বৃহস্পতিবার(৩০জুন) একাধিক প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমে “গৌরীপুরের খাদ্য গোদামে ধান সংগ্রহে অনিয়ম, কৃষকদের বিক্ষোভ’ শিরোনামে অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে।

উপজেলা ধান-চাল ক্রয় কমিটির সভাপতি ইউএনও মর্জিনা আক্তার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারাপদ চক্রবর্তী বৃহস্পতিবার (৩০ জুন) সরেজমিনে পরিদর্শনে যান। দীর্ঘদিন যাবত গুদাম চত্বরে খাদ্য গুদামের দেয়া বস্তার পড়ে থাকা ২৩জন কৃষকের ৬০.৬০ মেট্রিক টন ধান ক্রয়ের ঘোষণা দেন। এ ঘোষণায় কৃষকরা উল্লাসিত হয়ে পড়েন। শ্যামগঞ্জ গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণা মজুমদার ধান ক্রয়ের বিষয়টি নিশ্চিত করেন।

বঞ্চিত ও ক্ষতিগ্রস্থ কৃষকরা বলেন, যে সকল কৃষক ধান বিক্রির সুযোগ পেয়েছে ও যারা ধান বিক্রি করতে পারেনি ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসব কৃষকদের উপস্থিতিতে গুদাম কর্মকর্তার দুর্নীতি-অনিয়ম তদন্তে গণশুনানীর দাবি জানান। তবে গুদাম চত্বরে দীর্ঘদিন পড়ে থাকার পরও এ কর্মকর্তা নির্দেশেই অনেক কৃষক বুধবার চত্বর থেকে ধান সরিয়ে নিতে বাধ্য হন। ক্ষতিগ্রস্ত কৃষক আবুল কালাম জানান, ৩ মেট্রিক টন ধান দু’বার নিতে আনতেই প্রায় ৪/৫ হাজার টাকা খরচ হয়ে যায়। আমরা ক্ষতিগ্রস্থ। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার বলেন, ঈদের পরে বরাদ্দ আসলে বঞ্চিত এ কৃষকদের নিকট থেকেও ধান ক্রয় করা হবে।

অপরদিকে বুধবার ধান সরিয়ে দেয়ার আদেশ শুনে মইলাকান্দা গ্রামের কৃষক ফজলুল হক এ প্রতিনিধির নিকট আত্মাহত্যার জন্য ‘বিষ’ চান। সেই কৃষক বৃহস্পতিবার উল্লাসিতচিত্তে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এ প্রতিনিধির নিকট বলেন, আপনারা এসেছেন বলেই ধান বিক্রি করতে পারলাম। পরিবার-পরিজনকে নিয়ে ঈদ করতে পারবো। এভাবেই উল্লাস প্রকাশ করেন বঞ্চিত কৃষকরা। তবে কৃষকদের নিকট থেকে প্রতি মেট্রিকটন চিকন ধানে ১হাজার, মোটা ধানে ৩হাজার টাকা করে উৎকোচ গ্রহণের বিষয়টি নিষ্পত্তি হয়নি।

অভিযোগ রয়েছে, কৃষকের নামে ব্যাংক একাউন্ট খুলে চেক জালিয়াতির মাধ্যমে টাকা লুঠে নিয়েছে ফরিয়ারা। এ প্রসঙ্গে ইউএনও মর্জিনা আক্তার বলেন, তাৎক্ষনিক কৃষক বাঁচাতে পদক্ষেপ নেয়া হয়েছে, অনিয়ম-দুর্নীতি বিষয়েও তদন্ত হবে।

(এসইএম/পি/জুন ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test