E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শেরপুর জেলা আ’লীগের সভায় প্রবীণ নেতাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত

২০১৪ জুন ০৮ ১৭:১৭:০৭
শেরপুর জেলা আ’লীগের সভায় প্রবীণ নেতাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত


শেরপুর প্রতিনিধি : ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সংবর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে শেরপুর জেলা আওয়ামী লীগ। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজনে এসব প্রবীণ নেতৃবৃন্দকে সংবর্ধিত করা হবে। শেরপুর জেলা আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শনিবার রাতে শহরের চকবাজার এলাকার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক সভায় সভাপতিত্ব করেন। এজন্য সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালকে আহ্বায়ক ও সহ-সভাপতি ফখরুল মজিদ খোকনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি সংবর্ধনা কমিটিও করা হয়েছে।

৮ জুন রবিবার জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩ জুন বর্ণাঢ্য আয়োজনে জেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষির্কী পালিত হবে। ওইদিন জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্নে দলের সঙ্গে জড়িত বর্তমানে যারা জীবিত রয়েছেন এমন সকল প্রবীণ নেতৃবৃন্দকে সংবর্ধিত করা হবে। এছাড়া ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক যেসব আওয়ামী লীগ নেতা যারা ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন তাদেরও মরোনোত্তর সংবর্ধনা দেওয়া হবে বলে।

এ ব্যাপারে শিক্ষাবিদ এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা মুহম্মদ মহসীন বলেন, এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। প্রবীণ নেতাদের সম্মান জানানোর সংবাদে আমি খুশী হয়েছি। এতে দলের ত্যাগী নেতাদের সম্পর্ক নতুন প্রজন্মের নেতৃবৃন্দ জানতে পারবে এব নবীন-প্রওবীণের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হবে।
(এইচবি/এএস/জুন ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test