E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে ছিনতাইকৃত ৩২০ বস্তা চিনির হদিস নেই

২০১৬ জুলাই ০১ ১১:৫৭:৪২
ধামরাইয়ে ছিনতাইকৃত ৩২০ বস্তা চিনির হদিস নেই

ধামরাই(ঢাকা) প্রতিনিধি:ধামরাইয়ে চিনিসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ট্রাকের চালককে তিনদিনের রিমান্ডে এনেছে পুলিশ। ট্রাক চালকের সহকারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি জবানবন্দীতে ছিনতাইয়ের ঘটনা ফাঁস হয়ে যায় বলে পুলিশ দাবি করছে। তবে ছিনতাইকৃত ট্রাক উদ্ধার হলেও চিনির কোন হদিস মেলেনি গত এক সপ্তাহে। মামলার বাদীর অভিযোগ চিনি উদ্ধারে তৎপর নয় পুলিশ।

পুলিশ জানায়,গত ২২জুন রাতে চিনি বোঝাই একটি ট্রাক ছিনতাই হয় ধামরাই এলাকা থেকে। ২৩জুন ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক রমজান আলী ও তার সহকারি সোহাগকে আটক করার পর সোহাগ বিস্তারিত ঘটনা বলে দেয় পুলিশের কাছে। পরে রমজান আলীকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর পর আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। আর আদালতের কাছে ১৬৪ ধারায় সোহাগ জবানবন্দী দেয়।

চালকের সহকারি সোহাগ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দীর বরাত দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই শেখ সেকেন্দার আলী জানান,মেঘনা ঘাট থেকে চিনি লোড করে আমীন বাজারে এসে ট্রাক থামিয়ে চালক রমজান আলী ও সহকারী সোহাগ একটি হোটেলে রাতে খাওয়া-দাওয়া করেন। খাওয়ার পর রমজান তার সহকারীকে বলে-‘আমার কাজ আছে, তোকে একটা গাড়ীতে উঠিয়ে দেই বাড়ী চলে যা’। এরপর একটি কালো পিকআপে সোহাগকে উঠিয়ে দেয় রমজান। আর চিনি বোঝাই ট্রাক নিয়ে মানিকগঞ্জের দিকে রওনা হন চালক রমজান আলী। ওই ট্রাকের পিছু নেয় পিকআপটি। এরপর ট্রাকটি ধামরাইয়ের কচমচ এলাকায় সড়ক বিভাজনের কাছে পৌছলে পিছু নেওয়া পিকআপটি দিয়ে ব্যারিকেট দিয়ে ছিনতাই করা হয় চিনি বোঝাই ট্রাকটি। ওই সময় রমজানকেও ওই পিকআপে উঠিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাদের ঢাকার খিলক্ষেত এলাকায় ফেলে রেখে যায় ছিনতাইকারীরা।

খিলক্ষেত এলাকায় রমজান সোহাগকে বলতে বলেন-‘যে কেউ জিজ্ঞেস করলে বলবি আমাদের দু'জনকে মারপিট করে পিস্তলের ভয় দেখিয়ে ছিনতাই করে নিয়ে যায় চিনি বোঝাই ট্রাক’। পুলিশের দাবি ছিনতাইয়ে ঘটনা যা ছিল রমজান আলীর সাজানো। তবে ট্রান্সপোর্টের মালিক জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন,ঘটনা উদঘাটন হলেও পুলিশ তার চিনি উদ্ধার করতে তেমন তৎপর নয়।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই শেখ সেকেন্দার আলী গতকাল শুক্রবার জানান, আজ(শুক্রবার) রিমান্ডের শেষ দিনে রমজান আলী গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছে যা যাচাই-বাছাই করা হচ্ছে এবং চিনি উদ্ধারেও বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ ছিনতাইয়ের ঘটনায় চালকের জবানবন্দী মোতাবেক গড় ২৩ জুন জে এস ট্রান্সপোর্টের মালিক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন(মামলা নং ১৫)। এতে মামলায় উল্লেখ করা হয়েছে,ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে ঢুলিভিটার পশ্চিম পাশে কচমচ এলাকার সড়ক বিভাজনের কাছে একটি পিকআপ দিয়ে ব্যারিকেট দিয়ে চিনিসহ ট্রাকটি ছিনতাই করা হয়। ছিনতাইয়ের সময় উল্লেখ করা হয়েছে রাত সাড়ে তিনটা। দাউদকান্দির মেঘনা ঘাটের ইউনাইটেড সুগার মিল থেকে ৩২০ বস্তা চিনি ট্র্রাকে লোড দিয়ে বুধবার(২২জুন) রাত ১১টার দিকে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। তবে সুগার মিলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় ছিনতাইকৃত ট্রাকটি মিল থেকে বের হয় রাত ১১ঃ৫৭ মিনিটে।

মেঘনা ঘাট থেকে অল্প সময়ের মধ্যে যানজট পাড়ি দিয়ে আমিন বাজারে খাওয়া-দাওয়া করার পর ট্রাকটি ধামরাইয়ে পৌছানো কি করে সম্ভব? এ প্রশ্নের উত্তর বের করতে গিয়ে চালক রমজান আলী ও চালকের সহকারি সোহাগকে মানিকগঞ্জ সদর থানার বড় সুরন্ডি গ্রাম থেকে আটক করে পুলিশ।

গত ২২জুন বুধবার রাতে কুমিল্লার দাউদকান্দির মেঘনা ঘাটের ইউনাইটেড সুগার মিল থেকে ফ্রেস কোম্পানীর ৩২০ বস্তা চিনি নারায়নগঞ্জের শিমরাইলের জে এস ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১১-০৩০৯) লোড দিয়ে মানিকগঞ্জ শহরের দুধবাজারে আবদুল খালেক ব্রাদার্সে পৌছিয়ে দেওয়ার কথা ছিল।

উল্লেখ গত ১০ মে উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম বাজারে আবুল হোসেন ও তার ভাই কোরবান আলীর দোকান থেকে প্রায় সাড়ে তিনশ বস্তা ছিনতাই করা চিনি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা না হলেও চিনি উদ্ধারের কিছুদিন পর ছিনতাইয়ে জড়িত সন্দেহে কোরবান আলীকে আটক করা হয়। পরদিন তাকে রহস্যজনক কারনে ছেড়ে পুলিশ।



(এএইচ/এস/জুলাই০১,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test