E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

২০১৬ জুলাই ০১ ১২:৫৮:৪১
দিনাজপুরে চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে চোর সন্দেহে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা কলেজের প্রধান গেট ঘেরাও করলে পািরস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল ছুড়েছে।

শুক্রবার ভোরে দিনাজপুর মেডিকেল কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোহেল (২৬)। তিনি দিনাজপুর শহরের ৮নং উপশহর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।

এদিকে উত্তেজিত জনতা কলেজের সামনে জড়ো হতে শুরু করলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল ছোড়ে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ান রহিম জানান, দিনাজপুর মেডিকেল কলেজের ক্যাম্পাস এলাকায় গভীর রাতে চুরির উদ্যেশে সোহেল রানা নামে এক যুবক প্রবেশ করে। ভোরে সেহেরি খাওয়ার সময় তাকে দেখতে পেয়ে শিক্ষার্থীরা চিৎকার শুরু করে। পরে পালানোর চেষ্টা করলে লোকজন তাকে আটক করে গণপিঠুনি দেয়। গণপিটুনির একপর্যায়ে সে মারা যায়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে দিনাজপুর মেডিকেল কলেজে মরদেহ পাঠানো হয়েছে।

এদিকে এলাকাবাসীর দাবি, নিহত যুবকটি প্রতিবন্ধী। তার বাবাও প্রতিবন্ধী ছিলেন। ছেলেটি ক্যাম্পাসে ঢুকার পর কলেজের মসজিদের কাছে ছাত্ররা তাকে পিটিয়ে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে ক্রিকেটের তিনটি স্ট্যাম্প ও লাঠি উদ্ধার করেছে।

দিনাজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল জানান, ছেলেটি প্রতিবন্ধী ছিল। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

(ওএস/এএস/জুলাই ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test