E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ার ৪৪৭৫ পরিবারের জন্য ঈদুল ফিতরের চাল বরাদ্দ

২০১৬ জুলাই ০১ ১৪:৫৬:০১
আগৈলঝাড়ার ৪৪৭৫ পরিবারের জন্য ঈদুল ফিতরের চাল বরাদ্দ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :আগৈলঝাড়ার দরিদ্র জনগোষ্ঠির জন্য ঈদুল ফিতরের ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, গত ২৬ জুন বরাদ্দপত্র অনুযায়ি উপজেলার ৫টি ইউনিয়নের ৪ হাজার ৪শ ৭৫ জন দুস্থ ও অতি দরিদ্র জনগোষ্ঠি পরিবার প্রতি ২০ কেজি হারে বিতরণের কথা রয়েছে। এর মধ্যে রাজিহার ইউনিয়নে ৯শ ৫৩ পরিবার, বাকাল ইউনিয়নে ৭শ ৭০ পরিবার, বাগধা ইউনিয়নে ৯শ ৭ পরিবার, গৈলা ইউনিয়নে ৯শ ৬৯ পরিবার ও রতœপুর ইউনিয়নে ৮শ ৭৬ পরিবারসহ মোট ৪৪৭৫ পরিবারের জন্য ৮৯.৫শ মে.টন চাল বরাদ্দ করা হয়েছে।

সূত্র মতে, বরাদ্দকৃত চাল ঈদুল ফিতরের আগে ট্যাগ অফিসারের কঠোর নজরদারির মাধ্যমে বিতরণের নির্দেশ দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোন ইউনিয়নের চাল বিতরণের খবর পাওয়া যায়নি। এদিকে প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে বরাদ্দকৃত ৫ কাটুন খেজুর সেরাল বৃদ্ধ নিবাস, রাজিহার নূরানী এতিমখানা, গৈলা আল ফারুক এতিমখানা, পূর্ব বাকাল বায়তুল ফালাহ এতিমখান, পূর্ব সুজনকাঠি বাবন উদ্দিন এতিমখানা, চাঁদত্রিশিরা জামইয়া আজিজিয়া এতিমখানাসহ বিভিন্ন এতিমখানায় গতকাল শুক্রবার বিতরণ করা হয়েছে।



(টিবি/এস/জুলাই০১,২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test