E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আন্তঃনগর ট্রেন হুমায়ূন আহমেদের নামে নামকরণের দাবিতে মানববন্ধন 

২০১৬ জুলাই ০১ ১৫:২০:১৩
আন্তঃনগর ট্রেন হুমায়ূন আহমেদের নামে নামকরণের দাবিতে মানববন্ধন 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ঢাকা-মোহনগঞ্জ রেলপথে চালু হতে যাওয়া নতুন আন্তঃনগর ট্রেনের নাম ‘নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদে’র নামে নামকরণের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হুমায়ূন ভক্তরা।

শুক্রবার(১জুলাই) বেলা ১১টায় গৌরীপুর রেলওয়ে জংশনে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ নামের স্থানীয় একটি সংগঠন এই মানবন্ধন কর্মসূচির আয়োজন করে। এরপর একই দাবিতে সংগঠনটি গৌরীপুর রেলওয়ে স্টেশন মাষ্টার অফিসের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে। রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মহসীন রেজা স্মারকলিপি গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আয়োজকদের প্রধান মোতালিব বিন আয়েত, মাজহারুল ইসলাম পলাশ, স্বপন কুমার ঘোষ, কবি সেলিম আল-রাজ, নার্গিস আক্তার, সাংবাদিক রইছ উদ্দিন, আনোয়ার হোসেন শাহীন, রায়হান উদ্দিন, রাকিবুল ইসলাম রাকিব, পীযুষ রায় গনেশ, আবু সাঈদ, আব্দুল মোতালেব, মহসীন মাহমুদ, ঝিন্টু দেবনাথ, আব্দুল লতিফ প্রমুখ।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা-মোহনগঞ্জ রেলসড়কে নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে হুমায়ূন ভক্তরা ট্রেনের নামকরণের দাবীতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।





(এসআইএম/এস/জুলাই০১,২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test