E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও  শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা

২০১৬ জুলাই ০১ ১৫:৩৭:৫৬
পাংশায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও  শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার ৩০ জুন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও  শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।

জানা গেছে, এ বছর পাংশা সরকারি কলেজ-শ্রেষ্ঠ কলেজ, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ-শ্রেষ্ঠ বিদ্যালয়, পাংশা শাহ জুঁই কামিল মাদরাসা-শ্রেষ্ঠ মাদরাসা, পাংশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ-শ্রেষ্ঠ অধ্যক্ষ, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম-শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাহফুজা খাতুন-শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা), পাংশা শাহ জুঁই কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাঃ আবু মুছা আশয়ারী-শ্রেষ্ঠ মাদরাসা প্রধান, পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাকছুদা পারভীন হ্যাপি-শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, কাজী আব্দুল মাজেদ একাডেমীর মো. ফিরোজ হোসেন- শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ও একই বিদ্যালয়ের এহসানুল হক রাইয়ান শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে পাংশা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে নির্বাচিতদের মাঝে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইমদাদুর রহমান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।



(এমএইচ/এস/জুলাই০১,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test