E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে এইডস প্রতিরোধ বিষয়ক চলচ্চিত্র  প্রদর্শিত

২০১৪ জুন ০৮ ১৭:৫১:১৭
মাদারীপুরে এইডস প্রতিরোধ বিষয়ক চলচ্চিত্র  প্রদর্শিত

মাদারীপুর প্রতিনিধি : এইচআইভি/এইডস প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে  শনিবার সন্ধ্যায় মাদারীপুরে শিবচর উপজেলা পরিষদ চত্বর অফিসার্স ক্লাবের সামনে “সুজনের আশা” শীর্ষক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

চলচ্চিত্র প্রদর্শনীর আগে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দীপংকর বর, শিবচর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সৈয়দ আলী মাতুব্বর, মাত্রার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোজাম্মেল হক প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, এইচআইভি হল বিশেষ ধরনের ভাইরাস। যা শরীরে প্রবেশ করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে ফেলে। ফলে বিভিন্ন ধরণের রোগ জীবানু শরীরকে সহজেই কাবু করে ফেলে। এক পর্যায়ে শরীরে একই সঙ্গে নানারকম রোগ লক্ষণ প্রকাশ পায়। যা সাধারণভাবে এইডস নামে পরিচিত।
বক্তাগণ আরো বলেন, এইডস যে সমস্ত কারনে হয় সেগুলোর মধ্যে রয়েছে, এইচআইভি রয়েছে এমন কারো সাথে অনিরাপদ দৈহিক সম্পর্কের মাধ্যমে; এইচআইভি রয়েছে এমন কারো রক্ত শরীরে গ্রহণ করলে; অন্যের ব্যবহার করা সিরিঞ্জ বা সুই জীবানুমুক্ত না করে ব্যবহার করলে, এইচআইভি আক্রান্ত মা হতে গর্ভাবস্থায়, প্রসবের সময় অথবা বুকের দুধের মাধ্যমে সন্তানেরও এইডস হতে পারে।
বক্তাগণ বলেন, আক্রান্ত ব্যক্তির সাথে ওঠাবসা করলে বা তাকে স্পর্শ করলে; বা তার বাসন, গ্লাস, প্লেট ব্যবহার করলে; হাঁচি, কাশি, থুথুর মাধ্যমে; একই পুকুর, গোসলখানা বা পায়খানা ব্যবহার করলে,: মশামাছির মাধ্যমে বা সমাজিকভাবে মেলামেশা করলে এইচআইভি ছড়ায় না।
মরণব্যাধি রোগ এইডস থেকে বাঁচতে হলে এর প্রতিরোধের বিষয়গুলি জানতে হবে। সেক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে; রক্ত গ্রহণের আগে এইচআইভি পরীক্ষা করে নিতে হবে। নতুন সিরিঞ্জ বা সুই ব্যবহার করতে হবে। আক্রান্ত মায়েদের অভিজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে সন্তান ধারণের সিদ্ধান্ত নিতে হবে।
প্রদর্শনীতে বিপুল সংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা তথ্য অফিসের স্বাধীনতা অঙ্গণ, লেকের পাড়; শিশু কল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, রাজৈর এবং কালকিনি রেজিস্ট্রার অফিস মাঠেও একই বিষয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হয়। প্রতিটি চলচ্চিত্র প্রদর্শনীর আগে এইডস প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
(এএসএ/এএস/জুন ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test