E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদকে সামনে রেখে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে ডিআইজি

২০১৬ জুলাই ০২ ১৫:২৮:০৩
ঈদকে সামনে রেখে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে ডিআইজি

ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি :ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে ঢাকা ময়মনসিং মহাসড়কের ত্রিশালের বিভিন্ন চেকপোষ্ট ও টহল পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুৃন।

এ সময় ত্রিশাল থানা অফিসার ইনচার্য মনিরুজ্জামান ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশের কার্যক্রম তুলে ধরেন। পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিন হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তর হামিদুল হক,সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ, সদর থানা অফিসার ইনচার্য কামরুল ইসলাম,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,ত্রিশাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমূখ।

ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উপস্থিত সাংবাদিকদের বলেন ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের নিরাপত্তা প্রদানের জন্য ময়মনসিংহের পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যাত্রীদের সব ধরনের হয়রানি দুর করতে পুলিশ সাধারণ যাত্রীদের পাশে থাকবে। এ সময় তিনি ত্রিশাল থানা অফিসার ইনচার্যের কার্যক্রমের সš‘িষ্ট প্রকাশ করেন।

ত্রিশাল থানা অফিসার ইনচার্য মনিরুজ্জামান বলেন আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বগার বাজার, চৌরাস্তা, সাইন বোর্ড মোড়, রাগামাড়া,মোড়, ত্রিশাল বাসষ্যান্ড, মাদানী সিএনজি, বইলর মোড়, কাজির শিমলা সহ প্রত্যেকটি মোড় ও বাজারে যাতে যানজট সৃষ্টি হয় তা নিরসনে বিভিন্ন টিম কাজ করে যাচ্ছে এবং প্রতিটা বাজার ও মোড়ে যাত্রীদের যাতে কোন চাঁদাবাজ, ছিনতাইকারী, মলম পার্টির খপ্পরে পরে দুর্ভোগ পোহাতে না হয় সে জন্য সেবা দিয়ে যাচ্ছি।


(এমআরএন/এস/জুলাই০২,২০১৬)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test