E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় প্রায় দুই হাজার দুস্থদের মধ্যে ঈদুল ফিতরের চাল বিতরণ

২০১৬ জুলাই ০৩ ১৪:২০:০৭
আগৈলঝাড়ায় প্রায় দুই হাজার দুস্থদের মধ্যে ঈদুল ফিতরের চাল বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):সরকার অসহায় ও দুস্থ পরিবার সদস্যদের ঈদুল ফিতর উদ্যাপনের জন্য চাল বরাদ্দ দিয়েছে। তাই এলাকার প্রকৃত দুস্থরাই যেন ঈদুল ফিতরের বিশেষ ভিজিএফ’র চাল পায় তার যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে সকল ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত নির্বাহী সদস্য-১ আশিক আবদুল্লাহ।

গতকাল রবিবার সকালে আগৈলঝাড়ার ৪ নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের সভাপতিত্বে ৯শ ৬৯ পরিবারের মধ্যে ২০ কেজি করে ঈদুল ফিতরের বিশেষ ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে আশিক আবদুল্লাহ এসব কথা বলেন।

ওই অনুষ্ঠানে তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করাওই ইউনিয়নের ৬ শতাধিক দুস্থ নারী ও পুরুষের মাঝে ঈদের উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।


এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় বেবী হোমের উপ-তত্বাবধায়ক ও ট্যাগ অফিসার আবুল কালাম আজাদ, গৈলা ইউনিয়ন আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নুর মোহাম্মদ গাজী, সাধারণ সম্পাদক হালিমুজ্জামান হালিমসহ, যুবলীগ নেতা আরিফ হোসেন, ইলিয়াস সরদার, সাবেক ছাত্রলীগ নেতা ফয়জুল সন্যামত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৌরভ মোল্লাসহ সংশ্লিষ্ঠ ইউপি সদস্যরা।
অন্যদিকে একই দিন রাজিহার ইউনিয়নের ৯শ ৫৩ দুস্থ পরিবারের মধ্যে ঈদুল ফিতরের বিশেষ ভিজিএফ’র চাল বিতরণের খবর পাওয়া গেছে।

(টিবি/এস/জুলাই০৩,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test