E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে বেসরকারি শিক্ষক কর্মচারীদের আনন্দহীন ঈদ

২০১৬ জুলাই ০৩ ১৪:৪১:২১
ঈশ্বরগঞ্জে বেসরকারি শিক্ষক কর্মচারীদের আনন্দহীন ঈদ

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এমপিওভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসা সহ ৫০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬শ শিক্ষক কর্মচারী জুন মাসের বেতন উত্তোলন করতে না পারায় ঈদ আনন্দ বঞ্চিত তাদের পরিবার।

জানা গেছে, সর্বশেষ ৩০ জুন ঈদ বোনাস প্রদানের সরকারি সিদ্ধান্ত হলেও ব্যাংকে এমপিও শীট পৌঁছতে বিলম্ব হওয়া, ব্যাংক কর্তৃপক্ষের গড়িমসি এবং গত বৃহষ্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস থাকায় অনেকে বোনাসও উত্তোলন করতে পারেননি। ফলে অর্থাভাবে পরিবার পরিজন নিয়ে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগির সুযোগ থাকছে না ভুক্তভোগীদের । ফলে অনেকেই স্ত্রী সন্তান বাবা মা ও প্রিয়জনদের ঈদে নতুন পোশাক কিনে দিতে পারেননি । সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত প্রতিমাসের ১০ থেকে ২০ তারিখের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয়ে থাকে । এবার মাস পেরিয়ে গেলেও শুধুমাত্র সরকারি সিদ্ধান্তের কারণে শিক্ষক কর্মচারীগণ বেতন ভাতা উত্তোলন করতে পারেননি ।

আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ মো.খলিলুর রহমান বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ ঈদের আগে বেতন ভাতা না পাওয়ায় তাদের পরিবারে ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লাহ সরকার জানান, বেসরকারি শিক্ষকরা দ্বিতীয় ও প্রথম শ্রেণির অন্তর্ভূক্ত থাকায় বেতন ভাতা পরিশোধের ক্ষেত্রে রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রয়োজন । অধ্যাদেশ না থাকায় বেতন ভাতা মঞ্জুর হয়নি ।

(এনআইএম/এস/জুলাই০৩,২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test