E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানের বম সম্প্রদায়ের জামাই ওসি সালাউদ্দিন

২০১৬ জুলাই ০৩ ১৪:৫১:৪৯
বান্দরবানের বম সম্প্রদায়ের জামাই ওসি সালাউদ্দিন

বান্দরবান প্রতিনিধি :ঢাকার গুলশানের এক রেস্টুরেন্টে জঙ্গী হামলায় নিহত বনানী থানার ওসি সালাউদ্দিন বান্দরবানের রুমা উপজেলার বম সম্প্রদায়ের জামাতা। রুমায় তিনি জামাই বাবু হিসেবে পরিচিত। রুমা উপজেলার লাল নাগ বম পাড়ার বম সম্প্রদায়ের মেয়ে লাল রিম কিমকে বিয়ে করেন সালাউদ্দিন। তার মৃত্যুতে বান্দরবানের বম সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে শনিবার সকালে রুমার ব্যাথেল পাড়া ও লাল নাগ পাড়া থেকে তার আত্মীয়-স্বজনরা ঢাকার উদ্যেশে রওয়ানা দিয়েছেন।

১৯৮৯ সালে ওসি সালাউদ্দিন বান্দরবানের রুমা থানার এস আই হিসেবে যোগদান করেন। সেখানে দায়িত্ব পালনের সময় রুমা সদরের লাল নাগ বম পাড়ার স্কুল শিক্ষক লাল দু সাং বানদির এর মেয়ে লাল রিম কিমের সাথে তার পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে লাল রিম কিমকে বিয়ে করে সালাউদ্দিন ঢাকায় বদলি হয়ে চলে যান।

বম সম্প্রদায়ের মেয়ে বিয়ে করার কারণে সালাউদ্দিন রুমা উপজেলার বমদের কাছে বম জামাই হিসেবেই বেশি পরিচিত ছিলেন। তার মৃত্যুতে রুমা উপজেলায় এখন শোকের ছায়া নেমে এসেছে।

বান্দরবান জেলা পরিষদের সদস্য জুয়েল বম জানান, বম সম্প্রদায়ের বিভিন্ন উৎসবে সালাউদ্দিন তার পরিবার পরিজন নিয়ে রুমায় প্রতিবছরই বেড়াতে আসেন। জামাই হওয়ার কারণে বম সম্প্রদায়ের লোকজনও তাকে অনেক বেশি ভালবাসতেন।

মিডিয়ায় তার উপর সন্ত্রাসী হামলার খবর দেখে হঠাৎ মৃত্যু যেন মেনে নিতে পারছে না রুমার লোকজন। এদিকে ওসি সালাউদ্দিনের মৃত্যুতে রুমার বম সম্প্রদায়ের গির্জাগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।



(এমডি/এস/জুলাই০৩,২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test