E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে সেভ হোমে শিশুদের মাঝে ঈদের নতুন জামা কাপড় বিতরণ

২০১৬ জুলাই ০৩ ১৫:০৯:৪৩
ফরিদপুরে সেভ হোমে শিশুদের মাঝে ঈদের নতুন জামা কাপড় বিতরণ

ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় প্রতিষ্ঠিত সেভ হোমে বসবাসকারী শিশু ও শান্তি নিবাসে বসবাসকারী বৃদ্ধ-বৃদ্ধাদের মাঝে গতকাল শনিবার ফরিদপুরের তিন বিশিষ্ট সমাজসেবী নাজনীন হায়দার, মমতাজ বেগম ও আওলাদ হোসেন বাবরের উদ্যেগে ঈদের নতুন জামা কাপড় বিতরণ করা হয়েছে।

ফরিদপুরের বেসরকারী এনজিও সংস্থা রাসিনের সার্বিক ব্যবস্থাপনায় ঈদের নতুন জামা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবীদ নাজনীন হায়দার, রাসিনের নিবার্হী পরিচালক আসমা আক্তার মুক্তা, শান্তি নিবাসের ইনসটেক্টর ডলি রাণী সাহা, রাসিনের সেভ হোম কডিনেটর নুরুননেছা পারভীন ও আসমা আলী। উলে¬খ্য, প্রতি বছর ঈদে সেভ হোমে শিশু ও শান্তি নিবাসে বসবাসকারী দরিদ্র বৃদ্ধ বৃদ্ধাদের রাসিনের সার্বিক ব্যবস্থাপনায় ঈদের নতুন জামা কাপড় বিতরণ করা হয়ে থাকে।(এএনএইচ/এস/জুলাই০৩,২০১৬)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test