E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রংপুরের চারলেন  ইট বিছিয়ে সংস্কার !

২০১৬ জুলাই ০৩ ১৫:৩৮:০৬
রংপুরের চারলেন  ইট বিছিয়ে সংস্কার !

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :রংপুর মহানগরের বাইপাশের চারলেনের সড়কটির প্রায় ১ কি. মি এলাকার বেশ কয়েকটি স্থানে ইট বিছিয়ে সংস্কার করা হয়েছে। এটি জাতীয় মহসড়কেরও অংশ। বছর খানেক আগে সড়কটি উদ্বোধনের পরই গর্তের সৃষ্টি হতে থাকে। চলে বিভাগীয় সংস্কার। রংপুর বাস টার্মিনাল থেকে রেলগেট পর্যন্ত পূর্বপাশের লেনটির ওই অবস্থা। দেখে মনে হচ্ছে সড়কটি যেন হেরিং বন্ড বন্ড (এইচ.বি.বি)! ভারী যানবাহন ওই লেনে কম চলাচল করছে। এরই মধ্যে ইটগুলো উঠেও যাচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগ রংপুরের তত্ত্বাবধানে ১’শ ৪০ কোটি টাকা ব্যয়ে রংপুর বিভাগীয় শহরের মধ্য দিয়ে এবং বাইপাশ দিয়ে ১৬ কি.মি সড়ক চার লেনে উন্নীতকরণে প্রকল্পের কাজ গত বছর শেষ হয়। রংপুর বাস টার্মিনাল থেকে মডার্ন মোড় পর্যন্ত ৯ কোটি টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাসুমা বেগম কাজটি করে। গত বছরের ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তা উদ্বোধন করেন। উদ্বোধনের ১ মাসের মধ্যেই সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হলে ঠিকাদার তা সংস্কার করে। এখন রংপুর সড়ক ও জনপথ বিভাগ করছে। গত শুক্রবার ছবিটি ক্যামেরাবন্দী করেছেন আমাদের পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি গোলাম কবির বিলু।




(জিকেবি/এস/জুলাই০৩,২০১৬)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test