E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে জমে উঠেছে ঈদ মার্কেট

 

২০১৬ জুলাই ০৩ ২০:১৩:৫৪
গৌরীপুরে জমে উঠেছে ঈদ মার্কেট 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুঁশি। ঈদ মানে নতুন পোশাক-পরিচ্ছদ পরে পরিপাটি হয়ে সারাদিন আনন্দ করা আর ঘুরে বেড়ানো। প্রিয়জনকে উপহার দেয়া-নেয়া এটাও একটা ধর্মীয় বিধান। আত্মীয়-স্বজনের জন্য নেয়া হচ্ছে নতুন পোশাকসহ নানা উপহার। এর প্রভাব পড়ছে বাজারেও। ঈদে পছন্দের কাপড় কিনতে জমজমাট হয়ে উঠেছে ময়মনসিংহের গৌরীপুরের বিপনী বিতান, শপিং মল।

শহরের আই ফ্যাশন, বেগ সুপার মার্কেট, কিতাব আলী মার্কেট, খালেক ম্যানশন, সরকারপ্লাজা, শাড়ী হাউজ, নিউ পরশমনিসহ অধিকাংশ বিপনী বিতানগুলো শিশু ও মহিলা ক্রেতাদের উপচেপড়া ভিড়। তবে অধিকাংশ জেন্স কর্ণারগুলো এখনও ফাঁকা। কম টাকায় পছন্দের পোষাক কিনতে দরিদ্র মানুষ ছুটছে ফুটপাতে। খোলা আকাশের নিচে থাকা পুরাতন কাপড়ের দোকানে যাচ্ছে হতদরিদ্র মানুষ। ঈদ উদযাপনের লক্ষ্যে নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কিনছেন তাদের পছন্দসই সামগ্রী। ক্রেতারা মূলত পোশাক সামগ্রী, প্রসাধনী ও জুতো কিনছেন। ক্রয়-বিক্রয় চলছে গভীর রাত পর্যন্ত। নতুন কালেকশন আর নতুন ফ্যাশনের সঙ্গে আপডেট রাখতে দোকানদাররা যেমন ব্যস্ত তেমনি পছন্দের কালেকশনটি সবার আগে লুফে নিতে ক্রেতারাও মরিয়া হয়ে যান।

পোশাকের সঙ্গে তালমিলিয়ে চলছে জুতার দোকান গুলোও। নামী-দামি নায়িকা, ভারতের মেগা সিরিয়ালের অভিনেত্রীদের নামেও রয়েছে জুতা। তবে ক্রেতাদের অভিযোগ, দেশের নয় বিদেশী নাম ব্যবহার করে শিশু ও তরুণীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের ক্ষুব্ধ অভিভাবক আব্দুল খালেক বলেন, যাই কিনতে চাই সব দেশের বাহিরের আর নামও বাইরের। শিশু-কিশোররা পোশাক নয় এসব নামের গুণে আবদার করছে। কসমেটিক্সের দোকানেও রয়েছে জমজমাট বেচাকেনা। বেচাবিক্রি এখনও তেমন শুরু হয়নি মসল্লা, টুপি, আতরের দোকানগুলোতে।

(এসআইএম/এস/জুলাই০৩,২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test