E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রতিষ্ঠার ৪৪বছর পর 'শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ' সরকারি ঘোষণা

২০১৬ জুলাই ০৩ ২২:৩৭:৫৯
প্রতিষ্ঠার ৪৪বছর পর 'শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ' সরকারি ঘোষণা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : প্রতিষ্ঠার ৪৪ বছর পর অবশেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় তার নিজ উপজেলা সদরে তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত “শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ” জাতীয় করণের অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলেজ সরকারি করণের খবরে উপজেলার সর্বত্র বইছে আনন্দের বন্যা।

রবিবার বিকেলে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিব মো. সোহরাব হোসেন, অতিরিক্ত সচিব এএস মাহমুদ, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহা পরিচালক অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান এর বরাত দিয়ে দেশের ১৯৯টি কলেজের জাতীয় করণের তালিকা “দৈনিক শিক্ষা” ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সূত্রমতে, সরকারি কলেজ বিহীন উপজেলায় ১টি করে কলেজ জাতীয় করণে প্রধানমন্ত্রীর ঘোষণার পর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটি ৩২৫টি কলেজের তালিকা প্রস্তুত করে প্রধানমন্ত্রীর নিকট দাখিল করেন। এরপর নানা অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যাচাই বাছাইয়ের পর গত ৩০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অত্যান্ত গোপনীয়তার মধ্যে দেশের ১৯৯টি কলেজের পৃথক দুটি তালিকা শিক্ষমন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯টি কলেজ জাতীয় করনের অনুমোদন দিয়েছেন।

১৯৭২ সালে কলেজ প্রতিষ্ঠার পর থেকে “শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ” সরকারি ঘোষণার জোর দাবি করে আসছিল কলেজ শিক্ষক-কর্মচারী ও এলাকার সর্বস্তরের জনগণ। ৪৪বছর পর এলাকার গণদাবি পূরণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগৈলঝাড়াবাসীর পক্ষে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।

(টিবি/পি/জুলাই ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test