E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরদীতে যুদ্ধাপরাধীদের তালিকা তৈরি

২০১৬ জুলাই ০৪ ১৩:০৩:৩০
গৌরদীতে যুদ্ধাপরাধীদের তালিকা তৈরি

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):জেলার গৌরনদী পৌর এলাকাসহ উপজেলার সাতটি ইউনিয়নে প্রায় ৩০জন যুদ্ধাপরাধী রাজাকার ও ভাতাপ্রাপ্ত দু’শতাধিক ভূয়া মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করা হয়েছে। অতিগোপনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দরা এ তালিকা গঠন করেছেন। ঈদের পর পরই ওইসব যুদ্ধাপরাধী রাজাকার ও ভূয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

নাম প্রকাশ না করার শর্তে মুক্তিযোদ্ধা কমান্ডের এক সহকারি কমান্ডার জানান, যুদ্ধাপরাধী রাজাকার, ভাতাপ্রাপ্ত ভূয়া মুক্তিযোদ্ধা ছাড়াও দুঃস্থ মুক্তিযোদ্ধাদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ঘরের তালিকায়ও অনেক ভূয়া মুক্তিযোদ্ধার নাম রয়েছে। এ ব্যাপারেও একটি তালিকা তৈরি করা হয়েছে।

সূত্রটি আরও জানিয়েছেন, ঈদের পর পরই সাধারণ মুক্তিযোদ্ধারা ওইসব যুদ্ধাপরাধী-রাজাকার, ভূয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন।


সূত্রমতে, তালিকাভূক্ত ৩০জন যুদ্ধাপরাধী-রাজাকারদের তালিকার মধ্যে চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠৈ গ্রামের মাওলানা ইসমাইল হোসেন খলিফা, বাটাজোরের আদম আলী মাষ্টার, মানিক রাঢ়ী, সামচুল হক, বার্থীর মোসলেম বেপারী অন্যতম।

(টিবি/এস/জুলাই০৪,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test