E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে জেলের মৃত্যু

২০১৬ জুলাই ০৪ ১৩:১২:১৪
বরিশালে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে জেলের মৃত্যু


আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):ঢাকা-বরিশাল নৌরুটে যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে সোহেল হাওলাদার (২৬) নামের এক জেলে নিহত ও তিন জেলে গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালে আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে জেলার কালাবদর নদীতে। নিহত সোহেল বরিশাল মেট্টোপলিটন বন্দর থানা সদরের বাসিন্দা রশিদ হাওলাদারের পুত্র।

আহতদের বরাত দিয়ে বন্দর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সদর উপজেলার চন্দ্রমোহন এলাকা সংলগ্ন ছোট কালাবদর নদীতে রবিবার ভোরে পটুয়াখালির কালাইয়াগামী একটি যাত্রীবাহি লঞ্চ জেলেদের নৌকায় ধাক্কা দিলে তা ডুবে যায়। এতে নৌকায় থাকা চার জেলে ডুবে যায়। আহত জেলে জব্বার খান, বাদশা হাওলাদার, রাজিব হোসেন সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও জেলে সোহেল হাওলাদার মারা যায়। গুরুতর আহত জেলে জব্বার খান ও বাদশা হাওলাদারকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা চন্দ্রমোহন ও ভেদুরিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে ঢাকা থেকে সহস্রাধীক যাত্রী নিয়ে কালাইয়াগামী এমভি জাহিদ-৩ নামে একটি লঞ্চ রবিবার সকালে নিয়ন্ত্রন হারিয়ে ধুলিয়া ঘাটের পাশের একটি চরে উঠিয়ে দিয়েছে। এসময় ঈদে ঘরমুখী যাত্রীদের মধ্যে চরম আতংক দেখা দেয়। পরবর্তীতে অন্য লঞ্চের সহায়তায় যাত্রীরা গন্তব্যে পৌছেছেন। ওইদিন দুপুরে জামাল-২ নামের অপর লঞ্চের সাহায্যে চর থেক এমভি জাহিদ-৩ লঞ্চটি নামানো হয়।


(টিবি/এস/জুলাই০৪,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test